সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

ফারুকের পদত্যাগ?

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করেছেন। বিসিবির কিছু সিদ্ধান্ত মানতে না পারায় তিনি সরে দাঁড়িয়েছেন বলে এই গুঞ্জন গতকাল সন্ধ্যা থেকেই ছড়িয়ে পড়ে। বেশকটি ইলেকট্রনিক মিডিয়ায় রাতে ব্রেকিং নিউজও দেওয়া হয়। ফারুক আহমেদ বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তাই তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিসিবির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। একজন পরিচালককে টেলিফোন করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পদত্যাগ করাটা তার ব্যক্তিগত ব্যাপার। ফারুক যদি কোনো কারণে দায়িত্বে থাকতে না চান বোর্ডের কিছু করার নেই। পদত্যাগপত্র দিলে বোর্ড সভাপতি নিশ্চয় তার সঙ্গে কথা বলবেন। আকরাম খানের পরিবর্তে তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব পান। সহযোগী নির্বাচক হিসেবে কাজ করছেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এদিকে জাতীয় দলের সাবেক এক ক্রিকেটার বলেন, ফারুকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বিসিবির কিছু সিদ্ধান্তে হতাশ। তাই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর