Bangladesh Pratidin

ফোকাস

  • এগারো জেলায় বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলরসহ নিহত ১১
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ জুন, ২০১৬ ২৩:০৮
শান্ত ও হান্নান জুনিয়র নির্বাচক প্যানেলে
ক্রীড়া প্রতিবেদক
শান্ত ও হান্নান জুনিয়র নির্বাচক প্যানেলে

বড়দের পাশাপাশি বিসিবি ছোটদের নির্বাচক প্যানেলও বদল করেছে। বড়দের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকে। আগের দুই নির্বাচকের সঙ্গে নতুন যোগ হয়েছে, আগের জুনিয়র নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। এছাড়া বয়সভিত্তিক নির্বাচক প্যানেলে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক দুই ক্রিকেটার হান্নান সরকার ও হাসিবুল হোসেন শান্ত। এই প্যানেলে আগে থেকেই ছিলেন এহসানুল হক সিজান। জুনিয়র লেভেলে ক্রিকেটার বের করাই এদের দায়িত্ব। এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমরা একজনকে নিচের থেকে ওপরে এনেছি। আরেকজন নেমে যাচ্ছেন। সুমন চলে যাচ্ছেন ওমেন্স কমিটিতে। সে এককভাবে পুরো বিষয়টি দেখবে। তাকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ওদিক থেকে শিপন চলে আসবে ওপরে। আর হান্নান ও শান্তকে আমরা জুনিয়র নির্বাচক করেছি। সেজানতো থাকছেই। জুনিয়র সিলেকশন তিনজনের হয়ে থাকছেন।

এই পাতার আরো খবর
up-arrow