মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা
ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্ট

বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। অথচ এই খেলায় তেমন সাফল্য নেই। এক সময় এশিয়ান ও সাফ গেমসে পুরুষদের রুপা জয়টা স্বাভাবিক ঘটনা ছিল। এখন তা স্বপ্নে পরিণত হয়েছে। বরং মহিলারা এগিয়ে গেছে। এবার এস, এ গেমসে মহিলা কাবাডি দল রুপা জয় করেছে। পুরুষরা ঝালিয়েছে তামার মেডেল। পুরুষরা কেন জানি নিষ্প্রভ। তারপরও অক্টোবরে ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানালেন, বর্তমানে ৩/৪ জন খেলোয়াড় ইন্ডিয়ান লিগে অংশ নিচ্ছে। ফিরে আসলে বিশ্বকাপের জন্য পুরো প্রস্তুতি শুরু হয়ে যাবে। আগের দুই বিশ্বকাপে তামা জিতেছিল বাংলাদেশ। নজরুল স্বীকার না করলেও জানা গেছে আগস্টে কাবাডি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা নির্বাচনে ব্যস্ত বলেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করা যাচ্ছে না। এই নিয়ে খেলোয়াড়দের মধ্যে আক্ষেপও রয়েছে। এদিকে সেপ্টেম্বরে বীচ গেমসে অংশ নিতে বাংলাদেশের মহিলা কাবাডি দল ভিয়েতনামে যাচ্ছে। নজরুল জানান, ফেডারেশনের টার্গেট রয়েছে ৫/৬টি দেশ নিয়ে ঢাকায় পুরুষদের আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা। নির্বাচনের পর শিডিউল চূড়ান্ত হবে।

সর্বশেষ খবর