বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

চিলির সামনে রোদ্রিগেসের কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক

চিলির সামনে রোদ্রিগেসের কলম্বিয়া

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি কোয়ার্টার ফাইনালে একটা দুর্দান্ত ম্যাচ খেলেছে। ৭-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে মেক্সিকোকে। এই ফলাফলের কথা মনে রেখেই আগামীকাল ভোরে কলম্বিয়া মুখোমুখি হতে হচ্ছে চিলিয়ানদের। বর্তমান চ্যাম্পিয়ন বলেই নয়, চিলি এবারের কোপা আমেরিকার অন্যতম ফেবারিট তাদের পারফরম্যান্সের কারণেও। আলেক্সিস সানচেজ চিলির অন্যতম তারকা। তবে এ দলের মূল তারকা ধরা হয় ভিডালকে। এই মিডফিল্ডারই ফরোয়ার্ড লাইনকে বল সাপ্লাইয়ের দায়িত্ব পালন করে থাকেন সাধারণত। ভিডাল খেলতে পারছেন না কোপা আমেরিকার সেমিফাইনালে। তার উপর নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে। চিলিয়ানরা এজন্য চাপে থাকলেও কিছুটা নিশ্চিন্ত থাকতে পারে কলম্বিয়া। আলেক্সিস সানচেজের উপর নজর রাখলেই হবে এবার। কিন্তু কলম্বিয়ানরাও খুব সতর্ক। ২০০১ সালের পর আর কোপা আমেরিকা জেতা হয়নি তাদের। দলে তারকার অভাব নেই। কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্টের অন্যতম ফেবারিটও তারাই। তবে কোনো ভুল করতে চায় না কলম্বিয়া। আগামীকাল সকালে ভিডালহীন চিলির মুখোমুখি হচ্ছেন জেমস রদ্রিগেজরা।

সর্বশেষ খবর