বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

ছোট দলের বড় লড়াই

ক্রীড়া প্রতিবেদক

ছোট দলের বড় লড়াই

ফেডারেশন কাপ ফুটবলে নতুন এক ইতিহাস ঘটতে যাচ্ছে। ১৯৮০ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টে অধিকাংশ সময়ে শক্তিশালী দলগুলোই সেমিফাইনালে খেলেছে। মাঝেমধ্যে ছোট দল অর্থাৎ তুলনামূলকভাবে দুর্বল দল উঠলেও তাদের প্রতিপক্ষ ছিল ফেবারিটরা। এবার তার ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপ সেমিতে মুখোমুখি হবে টিম বিজেএমসি ও আরামবাগ। টুর্নামেন্টে এরা ফেবারিট না হলেও যোগ্যতা প্রদর্শন করে এত দূর এসেছে। দুই ক্লাবই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটপর্বে ওঠে। আরামবাগ ‘এ’ গ্রুপে ঢাকা আবাহনীর বিপক্ষে জয় আর ফেনী সকারের সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠে। গতবারের চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থেকেও ট্রাইব্রেকারে জয়ী হয়ে সেমিতে জায়গা করে নেয়। অন্যদিকে বিজেএমসি হারলেই বিদায় নিত। কিন্তু ‘ডি’ গ্রুপে শেষ ম্যাচে ঐতিহ্যবাহী মোহামেডানকে হারিয়ে গ্রুপ সেরা হয়। শেষ আটের লড়াইয়ে নির্ধারিত সময়ে তারা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংঘকে পরাজিত করে। গ্রুপ পর্বে মুক্তিযোদ্ধার টপফেবারিট চট্টগ্রাম আবাহনীকে বিদায় জানায়।

আরামবাগ বা বিজেএমসি কখনো ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে ফাইনালে খেলার কৃতিত্ব রয়েছে। আজকে যারা জিতবে তারা ফাইনাল খেলবে শেখ রাসেল-ঢাকা আবাহনী বিজয়ী দলের সঙ্গে। অর্থাৎ ফেডারেশন কাপে এবার নতুন চ্যাম্পিয়নের দেখা মিলতে পারে। ফাইনাল পরের ব্যাপার, আজকের ম্যাচে কি হবে। ফাইনাল খেলায় কারা আরামবাগ না বিজেএমসি? পারফরম্যান্স বিচার করলে দুই দলের শক্তি সমান বলা যায়। ম্যাচে জোর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। আরামবাগের আক্রমণভাগ বেশ সক্রিয়। প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। যা আগের ম্যাচগুলোয় চোখে পড়েছে। অন্যদিকে টিম বিজেএমসিও বেশ গুছিয়ে খেলছে। দলের তারকা ফুটবলার না থাকলেও যোগ্যতা দেখিয়ে তারা এতদূর এসেছে। ছোটদলের বড় ম্যাচে কে যে জিতবে সত্যিই বলা মুশকিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর