বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

মেসি জাদুতে ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ৪ : ০ যুক্তরাষ্ট্র

ক্রীড়া প্রতিবেদক

মেসি জাদুতে ফাইনালে আর্জেন্টিনা

গোলের পর উৎসবে মেতেছেন মেসিরা —এএফপি

খেললেন, খেলালেন এবং জেতালেন। লিওনেল মেসি; বিশ্ব ফুটবলের অবিসংবাদিত নায়ক। যিনি পায়ের জাদুতে মুগ্ধতা ছড়ান। যার ফুটবলশৈলীতে স্বপ্নালু হয়ে পড়েন ফুটবলপ্রেমীসহ প্রতিপক্ষ ফুটবলাররা। গতকাল ফুটবল জাদুকর মেসি খেললেন টেক্সাসের হিউস্টস স্টেডিয়ামের সবুজ ঘাসের মাঠে। খেলালেন গঞ্জালো হিগুয়েন, ল্যাভেজ্জিসহ গোটা দলকে। স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকার শতবর্ষীয় আসরের ফাইনালে তুললেন আর্জেন্টিনাকে। এবার আসরে প্রথম ম্যাচ খেলতে পারেননি আইনি ঝামেলার জন্য। নেমেই প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রি কিকে যে গোলটি করেন মেসি, কল্পনাকেও হার মানাবে তা। শুধু গোলই করেননি, ল্যাভেজ্জি ও হিগুয়েনকে দিয়ে গোলও করিয়েছেন। ৩২ মিনিটে প্রায় ২৫ মিটার দূর থেকে বাঁ পায়ে ফ্রি কিকে যে অসাধারণ গোলটি করেন মেসি, সেটা মাঠে উপস্থিত ৭৮ হাজার দর্শক মুগ্ধ চোখে উপভোগ করেছেন।

খেলার চার গোল হয়েছে দুই অর্ধে। ম্যাচের তৃতীয় মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে এগিয়ে যায় আর্জেন্টিনা। বাঁ প্রান্ত থেকে বল পেয়ে ল্যাভেজ্জি ব্যাক পাস করেন মেসিকে। মেসি চলতি বলে উঁচু করে বক্সে ফেলেন এবং ল্যাভেজ্জি দৌড়ে হেডে দলের প্রথম গোল করেন (১-০)। ১৪ মিনিটে সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু তার শট আগুয়ান গোলরক্ষক গুজান ঠেকিয়ে দেন। ফলে রেকর্ড গড়া হয়নি। কিন্তু ৩২ মিনিটে আর ঠেকিয়ে রাখা যায়নি মেসিকে। ফ্রি কিকে অসাধারণ গোলটি করেন মেসি (২-০)। আর এই গোলেই বাতিস্তুতাকে পেছনে ফেলেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার। দুই গোলে এগিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই আক্রমণের ধার বাড়িয়ে দেন জেরার্ডো মার্টিনোর দল। ৫০ মিনিটে গোল আদায় করে নেয়। এবার গোল করেন ফর্মে থাকা হিগুয়েন। ডান দিক থেকে ক্রসে পা ছোঁয়ান হিগুয়েন। কিন্তু বলটি ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপর ফিরতি শটে গোল সংখ্যা তিনে উন্নীত করেন মার্টিনোর প্রথম পছন্দের স্ট্রাইকার হিগুয়েন (৩-০)। ৮৬ মিনিটে ম্যাচের শেষ ও নিজের দ্বিতীয় গোল করে হিগুয়েন। এবার গোলটি বানিয়ে দেন মেসি। ঠাণ্ডা মাথায় নেপোলির স্ট্রাইকার হিগুয়েন মার্কিনীদের কফিনে শেষ পেরেকটি ঠুকতে কোনো ভুল করেননি নেপোলির স্ট্রাইকার (৪-০)। গতকালকে গোল দেওয়ার পর বাতিস্তুতার রেকর্ডটি ভাঙলেন মেসি। বাতিস্তুতা ৫৪ ও মেসির গোলসংখ্যা এখন ৫৫।

সর্বশেষ খবর