শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা

রোনালদোদের প্রতিপক্ষ দুরন্ত ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক

রোনালদোদের প্রতিপক্ষ দুরন্ত ক্রোয়েশিয়া

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আরও একবার ফাইনালের পথ পরিষ্কার পর্তুগিজদের সামনে। নকআউট পর্বের ড্র বলছে, বড় কোনো বাধা ছাড়াই ক্রিস্টিয়ানো রোনালদোরা ফাইনালে পৌঁছে যেতে পারেন। আজ শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগিজরা মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার। গ্রুপ পর্বে জয় ছাড়াই নকআউট পর্বে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। বিদায়ও নিতে পারত পর্তুগাল। তবে শেষ ম্যাচে রোনালদোর দুর্দান্ত ফুটবলই পর্তুগিজদের লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেয়। এবার ক্রোয়েশিয়ার বিপক্ষেও পর্তুগালের মশালবাহী রোনালদো। আজ এ পর্তুগিজ তারকাকে লড়াই করতে হবে তার রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মডরিচের সঙ্গে। চলতি ইউরোতে ক্রোয়েশিয়া নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দুরন্ত স্পেনীয়দের হারিয়ে। দলটা যে ইউরোর ‘ব্ল্যাক হর্স’ এতে আর সন্দেহ কী! তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যেভাবে সামাল দিলেন রোনালদো, এবার তাকে রুখার সাধ্য কার! ওরকম আর দু-একটা ম্যাচ খেলতে পারলে এবার রোনালদোই হতে পারেন ইউরোর সেরা ফুটবলার। পর্তুগিজ ডিফেন্ডার পেপে তো বলেই দিয়েছেন, রোনালদোই দলকে ফাইনালে পৌঁছে দেবেন! ওয়েলস প্রথমবারের মতো ইউরো কাপ খেলছে। উত্তর আয়ারল্যান্ডের জন্যও এটা সত্য। ব্রিটিশ রাজের দুই ছোট্ট দল প্রথমবারের মতো কেবল ইউরোর মূল পর্বই খেলেনি, উঠে এসেছে নকআউট পর্বেও। এমনকি যে কোনো এক দল খেলার সুযোগ পাচ্ছে কোয়ার্টার ফাইনালও! কে জানে, এর মধ্যে কোনো একটা হয়তো যাবে আরও দূরে! আজ প্যারিসের প্রিন্সের পার্কে উত্তর আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েলস। গেরেথ বেলের সামনে মহাতারকা হওয়ার হাতছানি। সুযোগটাও বেশ ভালো। ফাইনালের পথে ওয়েলসের সামনে খুব বড় বাধা নেই একটাও। সর্বোচ্চ সেমিফাইনালে দেখা হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। তবে তার আগে শর্ত হলো, দুই দলকেই সবকটি বাধা টপকাতে হবে। গেরেথ বেলে অবশ্য ভবিষ্যৎ নিয়ে ভাবতে রাজি নন। তিনি বর্তমান নিয়েই খুশি থাকতে চান। বেলে বলেন, ‘আমরা এক সময় ১১২ নম্বরে ছিলাম। আর এখন ইউরোপের সেরা ষোলো দলের একটা।’ এবার সামনে যাওয়ার সময় এসেছে বলেও মনে করেন বেলে। আইরিশ বাধা পাড়ি দিয়ে সামনে যেতে পারবেন কী এ রিয়াল মাদ্রিদ তারকা!

সর্বশেষ খবর