রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

মামুনুলদের দায়িত্বে সেইন্ট ফিট

ক্রীড়া প্রতিবেদক

আর লোডডিক ক্রুইফ নয়। জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন বেলজিয়ামের সেইন্ট ফিট। গতকাল তার সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কথা বলেছেন। যে ধরনের কথাবার্তা হয়েছে তাতে আঁচ করা যাচ্ছে সামনে ভুটানের বিপক্ষে জাতীয় দলের কোচ হতে পারেন সেইন্ট ফিট। সালাউদ্দিন বলেন, ওর প্রোফাইল খুব হাই। কথা হয়েছে, দেখি চূড়ান্ত করা যায় কিনা। তবে দীর্ঘমেয়াদি জন্য নয়, ভুটানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত রাখতে চাই। এশিয়ান কাপ বাছাইপর্বে উঠলে তখন না হয় দেখা যাবে। সালাউদ্দিন বলেন, যদি কোয়ালিফাই না করি, তাহলে এক বছর বাংলাদেশের কোনো খেলা নেই। এই সময়ে তো কোচকে আমি বসিয়ে মোটা অঙ্কের বেতন দিতে পারি না। এই জন্য সেইন্ট ফিটকে যদি রাখি তাহলে ভুটান ম্যাচ পর্যন্ত প্রাথমিক চুক্তি করব। এরপর দীর্ঘমেয়াদির ব্যাপারটা ভাবা যাবে।

সেইন্ট ফিট বলেন, সভাপতির সঙ্গে আলোচনা করে বুঝলাম, আমার ব্যাপারে ফেডারেশনের আগ্রহ আছে। তবে স্বল্প বা দীর্ঘমেয়াদি যে চুক্তি করা হোক না কেন, আগে আমি আমার পরিবারের সঙ্গে আলাপ করব। হুট করে একটা নতুন জায়গায় থাকব এতে তো অনেক সমস্যা হতেই পারে। সুতরাং এখনো চূড়ান্তভাবে বলতে পারছি না বাংলাদেশ কোচ হব কিনা।

সর্বশেষ খবর