Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ জুন, ২০১৬ ০০:০৫
এইচপিতে যুবাদের প্রাধান্য
ক্রীড়া প্রতিবেদক

দিন কয়েক আগে হাই পারফরম্যান্স স্কোয়াডের কোচের নিয়োগ দিয়েছে বিসিবি। এবার ২০১৬-১৭ মৌসুমের জন্য ২৪ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা করেছে। দলটির সবাই ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। স্কোয়াডে একমাত্র আবু হায়দার রনির রয়েছে জাতীয় দলের খেলার অভিজ্ঞতা। অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন রয়েছে স্কোয়াডে। বিস্ময়করভাবে যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে রাখা হয়েছে ব্যাটসম্যানের তালিকায়। অথচ সে একজন জেনুইন অফ স্পিন অলরাউন্ডার। ওপেনার তিনজন, মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচজন, স্পিনার চারজন, অলরাউন্ডার তিনজন, উইকেটরক্ষক দুইজন ও পেসার সাতজন। এইচপি স্কোয়াডের ক্যাম্প শুরু হবে ১৭ জুলাই, মিরপুর একাডেমি মাঠে।     

এইচি পি স্কোয়াড : সাদমান ইসলাম, মেহেদি হাসান মারুফ ও আব্দুল মজিদ (ওপেনার)। মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মো. আল আমিন ও তাসামুল হক (মিডল অর্ডার)। সাঞ্জামুল ইসলাম, নুর হোসেন মুন্না, তানভীর হায়দার খান ও সাকলাইন সজিব (স্পিনার), মেহেদি হাসান, সাইফ উদ্দীন ও আলাউদ্দিন বাবু (অলরাউন্ডার)। মো. আশিকুজ্জামান, মেহেদি হাসান রানা, শুভাশিষ রায়, নুর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী (পেসার)। ইরফান শুক্কুর ও জাকির হাসান (উইকেটরক্ষক)।  

এই পাতার আরো খবর
up-arrow