মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

মেসির অবসরে বিস্মিত মামুনুল

ক্রীড়া প্রতিবেদক

ভোরে ওঠার নিয়ম সেই স্কুল জীবন থেকে। এখন পেশাদার ফুটবলার। অনুশীলনে যোগ দিতে ভোরে উঠতেই হয়। মামুনুল ইসলাম; বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তের সবচেয়ে বড় তারকা। জাতীয় দলের অধিনায়কও। স্বাভাবিক নিয়মেই গতকাল ভোরে বিছানা ছাড়েন। কিন্তু নিয়ম মেনে বাড়ির বাইরে যাননি। ঘরে বসে উপভোগ করেছেন চিলি-আর্জেন্টনার কোপা আমেরিকা কাপের শতবর্ষীয় আসরের ফাইনাল। দেখেছেন টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে চিলির টানা দ্বিতীয় শিরোপা উৎসব। দেখেছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির টাইব্রেকারে পেনাল্টি মিস। দেখেছেন চ্যাম্পিয়ন হতে না পারার বেদনায় বিশ্বসেরা ফুটবলারকে কাঁদতে। পেশাদার ফুটবলার বলে এসব মেনে নিয়েছিলেন মামুনুল। কিন্তু মানতে পারেননি মেসির অবসরের ঘোষণা। মাত্র ২৯ বছর বয়সে মেসির অবসরের ঘোষণায় হতাশা ঝরেছে মামুনুলের কণ্ঠে। তিনি বিশ্বাস করতে পারছেন না মেসিকে আর কখনোই আর্জেন্টিনার জার্সি গায়ে চড়িয়ে বিশ্ব মাতাতে দেখবেন না।  ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলেন মেসি। কিন্তু জার্মানির কাছে হেরে বিশ্বকাপ জেতা হয়নি। এরপর ২০১৫ সালে কোপা আমেরিকার ফাইনাল খেলে টাইব্রেকারে হেরে যায় চিলির কাছে। এবার একরাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এসেছিলেন কোপা আমেরিকার শতবর্ষীয় আসরের শিরোপা জিততে। টাইব্রেকারের আগ পর্যন্ত ফেবারিট হয়ে খেলেছে আর্জেন্টিনা। কিন্তু টাইব্রেকার ভাগ্যে স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে যায়। এরই মধ্যে মেসি টাইব্রেকারের প্রথম শটটি নিয়ে মিস করেন। চাপের জন্য শটটি মিস করেছেন মেসি বলেন মামুনুল, ‘মেসি যে চাপ নিয়ে ফুটবল খেলেন, সেটা ভাবাই যায় না। আমি মনে করি চাপ সামাল দিতে ব্যর্থ হয়েই গোলটি মিস করেন।’ মেসির পেনাল্টি মিসে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পড়ে আর ফিরতে পারেনি। চ্যাম্পিয়ন হতে না পেরে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। এটাই মানতে পারছেন না মামুনুল, ‘আমি বুঝতে পারছি চ্যাম্পিয়ন হতে না পেরে মেসি কতটা কষ্ট পেয়েছেন। শুধু আমি নই, আমার বিশ্বাস সারা পৃথিবী চেয়েছিল মেসি চ্যাম্পিয়ন হোক। চ্যাম্পিয়ন হতে না পেরে অভিমানে অবসরের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণায় আমি বিস্মিত, অবাক, হতাশ। আমি কোনোভাবেই ভাবতে পারছি না, আর্জেন্টিনার জার্সি পরে মেসি আর খেলবেন না।’

সর্বশেষ খবর