Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ জুন, ২০১৬ ০০:০৫
অক্টোবরে আসছে ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক

২০১০ সালের পর প্রথমবারের মতো চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। বাংলাদেশের সঙ্গে ইংলিশরা দুটি টেস্ট ও তিন ওয়ানডে খেলবে বলে ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনের বলা হয়। প্রতিবেদনের তথ্য মতে, ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবেন ইংলিশ ক্রিকেটাররা। ৪ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তারা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুই দল প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ৭ অক্টোবর। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর। ১২ অক্টোবর শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। একই মাঠে ২০-২৪ অক্টোবর প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্টটি হবে ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর ঢাকায়। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে সূচিসহ প্রকাশ করেছে।  ২০ জুলাই থেকে শুরু হচ্ছে মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প।

এই পাতার আরো খবর
up-arrow