বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

শেষ আটের লড়াই

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফেবারিটরাই ঠাঁই করে নিয়েছে। এর মধ্যে দুর্ঘটনা কেবল ইংল্যান্ডের বিদায়। আইসল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোল থেকেই বিদায় নিয়েছে ইংলিশরা। এর দায়ভার স্বীকার করে কোচ হজসন এরই মধ্যে পদত্যাগও করেছেন। বাকিদের ক্ষেত্রে এমন দুর্ঘটনা ঘটেনি। ইতালির কাছে হেরে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিদায়কে কোনোভাবেই দুর্ঘটনা বলা যায় না। আগামীকাল থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হচ্ছে ইতালির। ২ জুলাই বরড্যাক্সের দেখা হবে এবারের ইউরো কাপের সবচেয়ে ফেবারিট দুই দলের। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা যাদের রয়েছে, তাদের মধ্যে জার্মানি আর ইতালির নামই এখন সবার আগে। কোয়ার্টার ফাইনালেই তাদেরকে কঠিন লড়াই করতে হচ্ছে। ইতালিয়ানরা ১৯৬৮ সালে সেই যে ইউরো কাপ জিতেছিল এরপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। আর জার্মানি সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ১৯৯৬ সালে। দুই দলই এবার শিরোপা ক্ষুধা নিয়ে খেলতে নামবে। কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই করতে হবে রিয়াল মাদ্রিদ তারকা গেরেথ বেলেকেও। তার দল ওয়েলস মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের। এবারের আসরে বেলজিয়ামকেও অন্যতম ফেবারিট হিসেবে ধরা হয়েছিল শুরু থেকেই। স্বাগতিক ফ্রান্সকেও মুখোমুখি হতে হবে ইউরোপিয়ান ফুটবলের নতুন পাওয়ার হাউজ আইসল্যান্ডের। শেষ ষোলতে তারা ইংলিশদের মতো শক্ত প্রতিপক্ষদের বিদায় দিয়েছে। ৩ জুলাই শেষ কোয়ার্টার ফাইনালে সেন্ট ডেনিসে ফরাসিরা মুখোমুখি হবে আইসল্যান্ডের।

কোয়ার্টার ফাইনালের ফিকশ্চার

ম্যাচ   তারিখ  ভেন্যূ

পর্তুগাল-পোল্যান্ড     ৩০ জুন মার্সেই

ওয়েলস-বেলজিয়াম    ১ জুলাই     লিলি

জার্মানি-ইতালি  ২ জুলাই     বরড্যাক্স

ফ্রান্স-আইসল্যান্ড     ৩ জুলাই     সেন্ট ডেনিস

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর