বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

হকি লিগে শিরোপা লড়াই তুঙ্গে

ক্রীড়া প্রতিবেদক

আরও একটি লিগ শিরোপা জেতার অপেক্ষায় রয়েছে পুরান ঢাকার ঊষা ক্রীড়া চক্র। প্রিমিয়ার হকি লিগে অভিষেকের পর এ পর্যন্ত দলটি চারবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এবার হলে পঞ্চমবারের মতো লিগ জেতার কৃতিত্ব পাবে। লিগে প্রতিদ্বন্দ্বিতা হতো মূলত আবাহনী ও মোহামেডানের সঙ্গে। একাধিক পয়েন্ট হারিয়ে দুই জায়ান্টের শিরোপার সম্ভাবনা শেষ হয়ে গেছে। মতিঝিল পাড়ার মেরিনার্স ইয়াংসের সঙ্গে তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মেরিনার্স ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে ১৪ ম্যাচে ঊষার সংগ্রহ ৩৮। অর্থাৎ দুই পয়েন্টে পিছিয়ে আছে পুরান ঢাকার দলটি। মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ ঊষা লড়বে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের বিপক্ষে। সাদা-কালোদের কাছে ম্যাচের ততটা গুরুত্ব নেই। কেননা জিতলেও শিরোপার সম্ভাবনা নেই। ঊষার জন্য জয়টা খুবই জরুরি। জিতলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে তারা। অবশ্য এতেও শিরোপা নিশ্চিত হবে না। শেষ ম্যাচে মেরিনার্সের সঙ্গে ড্র করলে ঘরোয়া হকির সবচেয়ে জনপ্রিয় ট্রফি ঘরে তুলতে পারবে। অন্যদিকে মেরিনার্স জিতলে চাম্পিয়ন। অনেকদিন পর মোহামেডান-আবাহনী ছাড়া শিরোপা লড়াই দারুণ জমেছে।

সর্বশেষ খবর