শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

প্রাথমিক স্কোয়াডে রকিবুল শাহরিয়ার

ক্রীড়া প্রতিবেদক

প্রাথমিক স্কোয়াডে রকিবুল শাহরিয়ার

পাঁচ বছর আগে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন রকিবুল হাসান। উভয় ইনিংসে ‘চশমা’ বা ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন। পরিণতি বিদায় দল থেকে। একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন শেষ ওয়ানডে এবং ওই ম্যাচেও শূন্য মেরেছিলেন। শেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন হ্যামিল্টনে, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রান করেছিলেন রকিবুল। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে আর সুযোগ পাননি ডান হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেট খেলেই সময় পার করেছিলেন। জাতীয় দলে হয়ে পড়েছিলেন অস্পৃষ্য। সেই রকিবুল ফিরলেন জাতীয় দলে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ৩০ সদস্যের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, তাতে রকিবুল একা নন, ফিরেছেন বাঁ হাতি ওপেনার শাহরিয়ার নাফিসও। অবশ্য ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজে দুজনই ছিলেন প্রাথমিক স্কোয়াডে। কিন্তু সুযোগ পাননি মূল স্কোয়াডে। শাহরিয়ার ফিরলেও সুযোগ হয়নি আরেক ওপেনার শামসুর রহমান শুভ’র। সুযোগ পাননি বাঁ হাতি স্পিনার সাকলাইন সজীব ও বাঁ হাতি পেসার আবু হায়দার রনি। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ৩০ জনকে নিয়ে ২০ জুলাই মারিও ভিরাভারায়ানের তত্বাবধানে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প।

রকিবুল যোগ্যতা প্রমাণ করেই ফিরেছেন প্রাথমিক স্কোয়াডে। প্রিমিয়ার ক্রিকেটের সদ্য সমাপ্ত লিগে সর্বোচ্চ রান  সংগ্রাহক রকিবুল। ১৬ ম্যাচে ৬৫.৩৬ গড়ে রান করেছেন ৭১৯। এক সেঞ্চুরির বিপরীতে হাফসেঞ্চুরি ৫টি। শাহরিয়ার খেলেছেন ১০ ম্যাচ রান করেছেন ৩৫০। বাঁ হাতি ওপেনারকে প্রাথমিক স্কোয়াডে নেওয়া হলেও সুযোগ দেওয়া হয়নি শামসুর রহমানকে। শামসুর ১১ ম্যাচে ৫৫.৮০ গড়ে রান করেছেন ৫৫৮। সেঞ্চুরি একটি এবং হাফসেঞ্চুরি ৪টি। এর কোনো ব্যাখ্যাও দেননি নির্বাচক প্যানেল। ইংল্যান্ডের বিপক্ষে ফের ফিরেছেন ডান হাতি পেসার রুবেল হোসেন। ইনজুরির জন্য গত এক বছর খেলতে পারেননি ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ড বধের নায়ক রুবেল। খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইনজুরিতে পড়েছিলেন রুবেল। এরফলে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে সিরিজ এবং টি-২০ বিশ্বকাপ খেলা হয়নি তার। সুস্থ হয়ে ফিরেছেন এবং ধারাবাহিক পারফরমার ছিলেন প্রিমিয়ার ক্রিকেটে।

দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংল্যান্ড। ইংলিশদের সফর শুরু হবে প্রস্তুতি ম্যাচ দিয়ে। দুই দল প্রথমেই খেলবে ওয়ানডে সিরিজ। ৭, ৯ অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১২ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ২০-২৪ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং ২৮ অক্টোবর-১ নভেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

যারা ডাক পেলেন

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন

সর্বশেষ খবর