শুক্রবার, ১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মেসিকে বিশ্রামের পরামর্শ দিলেন ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক

মেসিকে বিশ্রামের পরামর্শ দিলেন ম্যারাডোনা

কোপা আমেরিকার শতবর্ষীয় আসরের শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় চিলির কাছে। লিওনেল মেসিও মিস করেন পেনাল্টি। শিরোপা জিততে না পারার হতাশায় মেসি আর্জেন্টিনার পক্ষে আর না খেলার ঘোষনা দেন। মেসির অবসর ঘোষনায় যেন আকাশ ভেঙ্গে পড়ে আর্জেন্টাইন সমর্থকদের মাথায়। মেসিকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসতে অনুরোধ জানাতে থাকে পুরো আর্জেন্টিনা। অনুরোধ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিয়ো মাকরিও। দেশটির কিংবদন্তীর ফুটবলার দিয়াগো ম্যারাডোনা অবশ্য বার্সেলোনার তারকা ফুটবলারকে আপাতত একা থাকতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন দেশবাসীকে। মেসিকে শিরোপা জিতে না পারার চাপ নিতে নিষেধ করেছেন ১৯৮৬ সালের বিশ্বকাপের শিরোপা জেতানো ম্যারাডোনা, ‘মেসি চাইছেন বিশ্রাম। তাকে বিশ্রামে থাকতে দেওয়া উচিত। মেসির অবসর নিয়ে মানুষ এক সঙ্গে হয়ে আলোচনা করছে দেখছি। যারা জীবনে একবার লাথি মেরেছে বলে, তারাও এখন কথা বলে। তাই লোকে যখন কথা বলে এ বিষয়ে। আমি তখন চ্যানেল বদলে দেই।’

সর্বশেষ খবর