শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বেঁচে আছে রোনালদোর স্বপ্ন

ক্রীড়া ডেস্ক

বেঁচে আছে রোনালদোর স্বপ্ন

ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজদের প্রথমবারের মতো ইউরো কাপের শিরোপা উপহার দেওয়ার গুরুদায়িত্ব কাঁধে নিয়েই ফ্রান্স যাত্রা করেছিলেন। কিন্তু গ্রুপ পর্বেই তাকে কঠিন সংগ্রাম করতে হয়। এক সময় গ্রুপ পর্ব খেলেই পর্তুগালের বিদায়ভীতি দেখা দেয়। তবে শেষ ম্যাচে রোনালদোর দারুণ পারফরম্যান্স আশা বাঁচিয়ে রাখে পর্তুগিজদের। এরপর শেষ ষোলোতে ক্রোয়েশিয়াকে হারিয়ে স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছে যান রোনালদো। গত বৃহস্পতিবার মার্সেইয়ের ভেলোড্রোম স্টেডিয়ামে পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে ইউরো কাপে নিজেদের প্রথম লক্ষ্যটা অর্জন করলেন রোনালদোরা।

সেমিফাইনালে খেলাই ছিল পর্তুগালের প্রথম লক্ষ্য। শেষ চারে পৌঁছার পর রোনালদো বলেছেন, ‘দলের সবাইকেই এবার অভিনন্দন জানানো যেতে পারে।’ তবে এখানেই থামতে চান না তিনি। যেতে চান ইউরো কাপের শিরোপা উৎসব পর্যন্ত। এ রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘আমার স্বপ্ন এবার অনেক কাছে চলে এসেছে। যে কোনো কিছুই হতে পারে।’ রোনালদো অবশ্য পাশাপাশি এটাও বলেছেন, এখানেই যদি তার ক্যারিয়ার শেষ হয় তবুও তিনি এটাকে সফলই বলবেন। নিজেকে গর্বিত মনে করবেন। অবশ্য জাতীয় দলের হয়ে একটা শিরোপা জয়ের ক্ষুধা রোনালদোর মধ্যে তীব্রভাবেই আছে। তিনি বলেন, ‘আমি সব সময়ই বলেছি, আর এটা গোপনও করি না, যে জাতীয় দলের জার্সিতে একটা শিরোপা জিততে চাই।’ এবার তো আমরা সঠিক পথেই আছি।’ পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে রবার্তো লিওয়ান্দোভস্কির গোলে মাত্র দুই মিনিটের মধ্যেই পিছিয়ে পড়েছিল পর্তুগাল। সানচেজের ৩৩ মিনিটের গোলই দলকে সমতায় এনে দেয়। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। সেমিফাইনালে রোনালদোরা ওয়েলস কিংবা বেলজিয়ামের মুখোমুখি হবেন। অবশ্য এরই মধ্যে পর্তুগালের সেমিফাইনাল প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে। গত রাতেই মাঠে নেমেছিল ওয়েলস-বেলজিয়াম। সেমিফাইনাল পাড়ি দিতে পারলেই রোনালদোর সামনে স্বপ্ন পূরণের এক দারুণ সুযোগ আসবে। ইউসেবিও-ফিগোরা যা পারেননি রোনালদো কি তা পারবেন!

সর্বশেষ খবর