শনিবার, ২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সাসেক্সে যাচ্ছেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

সাসেক্সে যাচ্ছেন মুস্তাফিজ

অধীর অপেক্ষায় ছিল সাসেক্স। ক্ষণ গুনছিল ইংলিশ কাউন্টি দলটি। অবশেষে দলটির অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আরাধ্য মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে কাউন্টি দলটি। ইংল্যান্ডে যাওয়ার জন্য এর মধ্যেই ভিসার আবেদন করেছেন ‘কাটার মাস্টার’। ভিসা পেয়ে গেলে ঈদের পর ১২ কিংবা ১৩ জুলাই ঢাকা ছাড়বেন মুস্তাফিজ এবং সেখানে অভিষেক হতে পারে ১৫ জুলাই। মুস্তাফিজের ইংল্যান্ড যাওয়া প্রসঙ্গে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ভিসা প্রসেসিংয়ের কথা। মুস্তাফিজ এতদিন খেলেননি বলে তার জায়গায় শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকেরাকে নিয়েছে সাসেক্স। মুস্তাফিজ যদি যোগ দেন সাসেক্সে, তাহলে শেষ চারটি ম্যাচ খেলবেন ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট কাপে। খেলতে পারেন রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও।

মুস্তাফিজ মানেই চমক। বল হাতে নামলেই পিলে চমকে ওঠে ব্যাটসম্যানদের। বিস্ময়কর বোলিং করে প্রতি ম্যাচেই বিধ্বস্ত করেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। এমন বোলারকে পেতে তীর্থের কাকের মতো বসে থাকাই স্বাভাবিক। অবশ্য বসে থাকলেও মুস্তাফিজকে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল সাসেক্স। সেজন্যই দলটি নিজস্ব ওয়েবসাইটে জনিয়েছিল, ১৫ জুলাই হ্যাম্পশায়ার ম্যাচে খেলবেন মুস্তাফিজ। সাসেক্স আত্মবিশ্বাসী থাকলেও বিসিবি চাইছিল না মুস্তাফিজকে ছাড়তে। কারন ইনজুরড। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে কঠিন একটি মৌসুম পার করেছেন মুস্তাফিজ। সেখানে খেলে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। ঢাকায় ফিরে ইনজুরি কাটাতে রিহ্যাব প্রক্রিয়ায় অংশ নেন। তিন সপ্তাহের রিহ্যাব প্রক্রিয়া শেষে সুস্থ হয়ে বোলিং করেন। সুস্থ বলেই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ৩০ সদস্যের স্কোয়াডে রয়েছেন মুস্তাফিজ। তবে ভিসা পেলে কন্ডিশনিং ক্যাম্পে যোগ নাও দিতে পারেন কাটার মাস্টার। কারণ, ১২ অথবা ১৩ জুলাই যে কোনো দিন মুস্তাফিজকে উড়ে যেতে হতে পারে ইংল্যান্ড। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের মেডিকেল টিম জানিয়েছে মুস্তাফিজের শারীরিক অবস্থা এখন ভালো। নেটে বোলিং করছে। রিহ্যাব প্রক্রিয়াও ঠিকঠাক হয়েছে। সামনের দিনগুলোয় আরও উন্নতি করবে। সে ভিসার জন্য আবেদন করেছে। ভিসা পেলে ১২ বা ১৩ জুলাই ইংল্যান্ড রওনা হবে।’ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে সাসেক্স। সাউথ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান চারে। মুস্তাফিজ শুধু টি-২০ নয়, সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলবেন। ১৩ জুলাইয়ের পর এ টুর্নামেন্টে সাসেক্সের খেলা বাকি থাকবে আরও ৪টি। সাসেক্স যদি নক আউট পর্বে যায় দুই টুর্নামেন্টের যে কোনো ১টিতে, তাহলে আগস্টের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারবেন মুস্তাফিজ।

সর্বশেষ খবর