মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গার্ডিওলার নতুন দায়িত্ব

ক্রীড়া ডেস্ক

বিশ্বের অন্যতম সেরা ফুটবল কোচ বলা হয় পেপ গার্ডিওলাকে। তার কোচিংয়ে বিশ্বসেরা ক্লাবে পরিণত হয়েছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। সেই গার্ডিওলা এখন দায়িত্ব নিয়েছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন ইংলিশ ক্লাবটির। তিনি যখন দায়িত্ব নেন ম্যান সিটির, তখনই বাতাসে ভেসে বেড়াচ্ছিল লিওনেল মেসিকে দেখা যাবে ইংলিশ ক্লাবে। কিন্তু গার্ডিওলা জানেন, কাজটা অনেক কঠিন। কারণ বার্সেলোনা কোনোভাবেই মেসিকে ছাড়বে না। যদিও মেসির সঙ্গে গার্ডিওলার সম্পর্ক গুরু-শিষ্যের পাশাপাশি বন্ধুর মতো। 

ম্যান সিটির কোচ হিসেবে আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে গার্ডিওলার কাছে প্রশ্নটি আসলো, ‘আপনি কি মেসিকে নিয়ে আসছেন সিটিতে?’ প্রশ্ন শুনে হাসেন গার্ডিওলা। তারপর রসিকতা করলেও প্রশ্নকারীর সঙ্গে। এরপর সিরিয়াসলি বলেন, ‘আসলে মেসিকে আনা সম্ভব নয়। আমি দুঃখিত। মেসি বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করবে।’ মেসিকে আনতে না পারলেও প্রথম দর্শনেই সমর্থকদের মন জয় করেছেন গার্ডিওলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর