রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রিও অলিম্পিকে সাগর টুম্পা

ক্রীড়া প্রতিবেদক

৫ আগস্ট শুরু হচ্ছে ক্রীড়া মহাযজ্ঞ অলিম্পিক। অলিম্পিকের এবারের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরিও। অলিম্পিকে অংশ নিতে ‘ওয়াইল্ড কার্ড’ পেলেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা। মাহফিজুর ও টুম্পা দুজনেই অংশ নিবেন ৫০ মিটার ফ্রি স্টাইলে এবং ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে। এর আগে ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছিলেন শুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ও আরচারির শ্যামলী রায়। গলফার সিদ্দিকুরের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। র‍্যাঙ্কিংয়ে ৫৫ নম্বর স্থানে থাকা সিদ্দিকুর যদি আগামীকালের মধ্যে ৬০-এর মধ্যে থাকতে পারেন, তাহলে সরাসরি অলিম্পিক খেলার সুযোগ পাবেন সিদ্দিকুর। যদি সব কিছু ঠিক থাকে তাহলে, বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাবেন সিদ্দিকুর রহমান। ১৯৮৪ সালের লস এঞ্জেলস অলিম্পিক থেকে ক্রীড়াযজ্ঞে অংশ নিচ্ছে বাংলাদেশ।

সর্বশেষ খবর