Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জুলাই, ২০১৬ ০০:০২
আমিরকে চান না সোয়ান
ক্রীড়া ডেস্ক

স্পট ফিক্সিংয়ের অভিযোগে ৫ বছর নিষিদ্ধ হয়েছিলেন বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। ২০১০ সালে আমিরসহ পাকিস্তানের সে সময়কার অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফ সম্মিলিতভাবে স্পট ফিক্সিং করেছিলেন লর্ডসে। সেই লর্ডসে আবার ফিরছেন আমির। কিন্তু তার এই ফেরাটা মেনে নিতে পারছে না ইংল্যান্ডের অনেক সাবেক ক্রিকেটার। সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান তাদের অন্যতম। স্পট ফিক্সিংয়ের নায়ক আমিরকে কোনোভাবেই তিনি লর্ডসের সবুজ ঘাসে বোলিং করতে দেখতে চান না। স্পিনারের মতে, আমিরের উপস্থিতি অন্যদের মানসিকভাবে বিপর্যস্ত করবে। ইংল্যান্ডের প্রভাবশালী পত্রিকা ডেইলি সানে এক কলামে সোয়ান লিখেছেন, ‘আমির ক্রিকেট খেলার নৈতিক মূল্যবোধে আঘাত হেনেছেন। তাকে লর্ডসে খেলার অনুমতি দেওয়া হচ্ছে! অথচ এখানেই স্পট ফিক্সিংয়ের মতো জঘন্য কাণ্ড করেছিলেন তিনি।’ বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে পাকিস্তান এবং তাতে নিশ্চিত করেই খেলবেন মোহাম্মদ আমির।

এই পাতার আরো খবর
up-arrow