মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সেরা তারকা গ্রিজম্যান

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা তারকা হওয়ার দৌড়ে অনেকের নামই সামনে এসেছিল। এর মধ্যে প্রধানতম ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তালিকায় ছিলেন আরও অনেকেই। অ্যান্টোনিও গ্রিজম্যান তালিকায় থাকলেও তেমন একটা গুরুত্ব ছিল না তার। অন্তত টুর্নামেন্ট শুরুর আগে তো নয়ই। কিন্তু ইউরো কাপ শুরু হওয়ার পরই তার গুরুত্ব দিনে দিনে বাড়তে লাগল। বিশেষ করে নকআউট পর্বে তার দুরন্ত পারফরম্যান্সই অঘটনের ইউরো কাপে ফরাসিদের জন্য আশার বাণী হয়ে দেখা দিয়েছিল। ফাইনালের আগেই তিনি ৬টা গোল করেছেন। আরও দুইটা গোলে করেছেন এসিস্ট। সবমিলিয়ে অ্যান্টোনিও গ্রিজম্যান ব্যক্তিগত পারফরম্যান্সে ছাড়িয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। এর ফল পেলেন তিনি। ইউরো কাপে টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন অ্যান্টোনিও গ্রিজম্যান। তিনি এ পুরস্কার জয়ের পথে হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং স্বদেশি দিমিত্রি পায়েতকে। ১৩ জন বিশেষজ্ঞ ভোটের মাধ্যমে গ্রিজম্যানকে বিজয়ী ঘোষণা করেছেন। বিশেষজ্ঞের মধ্যে স্যার আলেক্স ফার্গুসন এবং ডেভিড ময়েসের মতো বিখ্যাত কোচদের নামও রয়েছে। অ্যান্টোনিও গ্রিজম্যান পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জিতেছেন। কেবল গোলের কারণেই তাকে সেরা ঘোষণা করা হয়নি। উয়েফার বিশেষজ্ঞ প্যানেলের প্রধান লোপেস্কু বলেছেন, ‘গ্রিজম্যান প্রতিটা ম্যাচেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছেন। বিশেষজ্ঞদের সবাই তাকে একবাক্যে টুর্নামেন্টসেরা মেনে নিয়েছেন।’ ইউরো সেরা হলেও গ্রিজম্যান নিজেকে ফিফা ব্যালন ডি’অরের জন্য যোগ্য মনে করেন না। এগিয়ে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর