মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

উইম্বলডন জিতলেন মারেই

ক্রীড়া ডেস্ক

উইম্বলডনের পুরুষ এককে একের পর এক অঘটন দেখছিল ভক্তরা। নোভাক জকোভিচের পর রজার ফেদেরারের বিদায় অনেকটাই আশাহত করেছে ভক্তদের। ফাইনালে অ্যান্ডি মারেও কী কোনো অঘটনের শিকার হতে যাচ্ছেন! এমন বিস্ময়মাখা প্রশ্ন নিয়েই রবিবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবের গ্যালারিতে পুরুষ এককের ফাইনাল দেখতে এসেছিলেন দর্শকরা। কিন্তু সেরকম কিছুই হলো না। কানাডিয়ান তারকা মিলোস রাওনিককে হারিয়ে উইম্বলডনের শিরোপা জিতেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে ফাইনালে মিলোস রাওনিককে ৬-৪, ৭-৬(৭/৩), ও ৭-৬ (৭/২) গেমে হারিয়ে ২০১৩ সালের পর উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। জয়ের পর মারে বলেন, ‘আমি জানি এরকম একটি টুর্নামেন্টে কীরকম চাপ কাজ করে। আমি বেশ কয়েকবছর ধরে ভালোভাবেই অভ্যস্ত হয়ে গেছি কীভাবে এসব চাপকে জয় করতে হয়।’ ২৯ বছর বয়সী মারেই প্রথম কোনো ব্রিটিশ টেনিস তারকা যিনি ১৯৩৫ সালের পর একাধিক উইম্বলডনের শিরোপা জিতলেন। ১৯৩৫ সালে ফ্রেড পেরি একাধিক শিরোপা জিতেছিলেন। উল্লেখ্য, মারের এটি দ্বিতীয় উইম্বলডন শিরোপা। আর তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা। অবশ্য এর আগে ১১বার ফাইনাল খেলেছেন। যেখানে ফাইনালে হেরেছেন ৮ বার। উইম্বলডন ছাড়াও তিনি ২০১২ সালে ইউএস ওপেন জয় করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর