বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ফ্লোরিডা জুনিয়র ওপেনে রানারআপ মাহি

ক্রীড়া ডেস্ক

ফ্লোরিডা জুনিয়র ওপেনে রানারআপ মাহি

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান রিও অলিম্পিকে সুযোগ পাওয়ায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বয়ে যাচ্ছে উচ্ছ্বাস। এর মধ্যে আরেকটি সাফল্যের খবর দিলেন অ্যামেচার গলফার আফনান মাহমুদ চৌধুরী মাহি। ফ্লোরিডা জুনিয়র ওপেনে রানার আপ হয়েছেন তিনি।

গত ১০ থেকে ১২ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিশ্ব গলফ্ ভিলেজ ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল এই অ্যামেচার টুর্নামেন্ট। পারের চেয়ে দুই শর্ট বেশি খেলে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন মাহি। এই জুনিয়র টুর্নামেন্টে ১৬ থেকে ১৮ বয়স ক্যাটাগরীতে মাহি দুই রাউন্ডে একটি করে শট বেশি খেলেছেন। তবে বাংলাদেশের গলফের ইতিহাসে যেকোনো অ্যামেচার গলফারের এটি সেরা সাফল্য। আর ফ্লোরিডা জুনিয়র ওপেনে ভালো করায় যুক্তরাষ্ট্রে আরও তিনটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন মাহি।

সবশেষ বাংলাদেশে অনুষ্ঠিত ‘প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া’ টুর্নামেন্টের অ্যামেচার পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মাহি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সাফল্য পাওয়া ছিল তার জন্য বড় চ্যালেঞ্জ। কেন না কুর্মিটোলা গলফ কোর্সের চেয়ে দীর্ঘ কোর্সে খেলতে হয়েছে ১৭ বছর বয়সী এই গলফারকে। কুর্মিটোলা গলফ কোর্সের দৈর্ঘ্য যেখানে ৬ হাজার ৪শ গজ সেখানে ফ্লোরিডা জুনিয়র ওপেনে ৭ হাজার ৩শ গজ লম্বা কোর্সে খেলে সফল হয়েছেন। তাই নিজের সাফল্যে উচ্ছ্বসিত এই তরুণ গলফার। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মোবাইলে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি চাই ভবিষ্যতেও এই ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে। এই টুর্নামেন্টে ভালো করায় আমি যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের আরও তিনটি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি।’ মাহি আরও বলেন, ‘আমাকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশের মিডিয়াকে ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশ প্রতিদিনকে। এই পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর আমি ভালো করার ব্যাপারে অনুপ্রেরণা পেয়েছি এবং স্পন্সর পেয়েছি। ধন্যবাদ কোচ টম বার্নেট একাডেমিকে। এখানে এসে আমি অনেক নতুন কৌশল শিখেছি।’

ছেলের সাফল্যে উচ্ছ্বসিত মাহির বাবা মাহমুদুর রহমান চৌধুরীও। তিনি বলেন, ‘ছেলের সাফল্যের পর অনেকের কাছ থেকে অভিনন্দন পাচ্ছি। খুবই ভালো লাগছে। আমি মনে করি সব কৃতিত্ব টম বার্নেট একাডেমির। সেখানে যাওয়ার পর মাহি গলফের নানা কৌশল শেখার পাশাপাশি মনস্তাত্ত্বিক যে প্রশিক্ষণ পেয়েছে তা অনেক বেশি কাজ দিয়েছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে মাহি আরও ভালো করবে।’

সর্বশেষ খবর