বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আয়েও মেসিকে পেছনে ফেললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

আয়েও মেসিকে পেছনে ফেললেন রোনালদো

দারুণ সময় যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। বাজে সময় পার করছেন বিশ্বের আরেক তারকা ফুটবলার লিওনেল মেসি। দিন কয় আগে রোনালদো দেখতে পেয়েছেন তার স্বপ্নের। ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তার দেশ পর্তুগাল। ইউরো হওয়ার যে স্বপ্নটি তিনি দেখছিলেন ২০০৪ সাল থেকে। এবার বাদ পড়তে পড়তে বাজিমাত করেন রোনালদো। নেতৃত্ব দিয়ে দেশকে প্রথমবারের মতো ইউরো সেরার খেতাব উপহার দেন তিনি। অথচ ব্যর্থ হয়েছেন মেসি। কোপা আমেরিকা কাপের ফাইনালে উঠেও সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্সআপ হয়ে। বিশ্বকাপেও রানার্সআপ হয়েছিলেন মেসি। রানার্সআপ হলেও ইউরো চ্যাম্পিয়নশিপের আগ পর্যন্ত রেসে এগিয়ে ছিলেন মেসি। ইউরো চ্যাম্পিয়ন হয়ে এখন মেসিকে টপকে গেল রোনালদো। এতো গেল ফুটবলের পারফরম্যান্সে। এবার রোনালদো পেছনে ফেললো অর্থে উপার্জনেও। গত বছরের মোট আয়ে মেসিকে বেশ পেছনে ফেলেছেন রোনালদো। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকি ফোর্বস বরাবরের মতো এবারও সর্বোচ্চ উপার্জনকারীর যে তালিকা প্রকাশ করেছে, তাতে রোনালদোর অবস্থান যৌথভাবে চতুর্থ এবং মেসির অষ্টম।

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা গত বছর আয় করেছেন ৮৮ মিলিয়ন ডলার। তার সমান আয় করেছেন মার্কিন টিভি তারকা ফিল ম্যাকগ্রা। সর্বোচ্চ উপার্জনকারী ব্যক্তিদের মধ্যে শীর্ষ দশে ক্রীড়াবিদদের সংখ্যা মাত্র দুজন। রোনালদো ও মেসি। মেসি আয় করেছেন ৮১ মিলিয়ন ডলার। ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ আয় মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেসন। তার উপার্জন ৭৭ মিলিয়ন ডলার। সবচেয়ে বেশি আয় মার্কিং সংগীত শিল্পী টেলর সুইফটের। সুইফট গত বছর আয় করেন ১৭০ মিলিয়ন ডলার। ১১০ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন। এই দুজনই গেল বছর ১০০ মিলিয়ন ডলারের ওপর আয় করেছেন। তৃতীয় স্থানে থাকা মার্কিন লেখক জেমস প্যাটারসনের উপার্জন ছিল ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ খবর