বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ফিফার ক্ষতিপূরণ পাচ্ছে ফাহাদ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছে ফিফার কাছ থেকে। ২৪ মার্চ জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে হাঁটুতে আঘাত পান তিনি। এরপর ফিফার কাছে আর্থিক সাহায্যের আবেদন করেন। কাগজপত্র যাচাই-বাছাই করে ফিফা তাকে ১ লাখ ৭৭ হাজার ৫৩৪ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফাহাদের আহত হয়ে মাঠে নামতে না পারার নাম দিয়েছে ফিফা ‘টোটাল টেম্পোরারি ডিসেবলমেন্ট’। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ৯০ দিনের ক্ষতিপূরণ দিয়ে থাকে আহত ফুটবলারদের। ফাহাদকে দিচ্ছে ৬০ দিনের ক্ষতিপূরণ। এর আগে ফিফা বাফুফের কাছ থেকে বর্তমান ক্লাব আবাহনীর সঙ্গে ফাহাদের চুক্তিটি সংগ্রহ করেছে। এ তার চুক্তি মোতাবেক দৈনিক বেতন ধার্য করেছে ১৬৪৩.৮৪ টাকা। সামাজিক নিরাপত্তা ব্যয় ধরেছে ১৩১৫.০৭ টাকা। মোট ২৯৫৮.৯১ টাকা হারে ফাহাদকে ৬০ দিনের জন্য ১ লাখ ৭৭ হাজার ৫৩৪ টাকা ক্ষতিপূরণ দেবে ফিফা।

সর্বশেষ খবর