Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:৩৬
গান গাইলেন পেলে
ক্রীড়া ডেস্ক

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে বিশ্বকাপ জিতেছেন তিনবার। কিছুদিন আগে তৃতীয় বিয়েও করেছেন। এবার তিনি গান গাইলেন। বিশ্বসেরা ফুটবলার গান গাইলেন অলিম্পিকের জন্য। ৫ আগস্ট শুরু হবে রিও ডি জেনিরোতে অলিম্পিক আসর। আসরের জন্য পেলে গান লিখেছেন। বিশ্বসেরা ফুটবলার অবশ্য ২০১৪ সালের বিশ্বকাপের সময়ও একটি গান লিখেছিলেন পেলে। যা সাড়া ফেলেছিল যথেষ্ট। ফুটবল রাজা বিশ্বকাপ খেললেও কখনো অলিম্পিকে খেলেননি। পেলের সময় পেশাদার ফুটবলারদের অলিম্পিকে খেলার সুযোগ ছিল না। না খেললেও ঘরের মাঠে অলিম্পিক হচ্ছে বলে প্রিয় দেশ ব্রাজিলকে অনুপ্রাণিত করতে গান লিখলেন। এরপর তাতে সুর দিলেন এবং গান গাইলেনও। ‘এসপারেঙ্কা’ নামে গানটি লিখে এরমধ্যে রেকর্ডও করেছেন। টুইটারে জানিয়েছেনও, ১৫ জুলাই গানটি প্রকাশ পাবে।

এই পাতার আরো খবর
up-arrow