Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুলাই, ২০১৬ ২৩:৩৬
ছুটি কাটাচ্ছেন মেসি
ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কান্নায় যোগ হয়েছিল আর্জেন্টাইনরাও। নিজের প্রতি অভিমান থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তাই বলে পেশাদারিত্ব তো আর ছাড়তে পারেন না। নতুন মৌসুমে বার্সেলোনার জার্সিতে মাঠে নামার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছেন তিনি। আর্জেন্টিনা থেকে স্পেনে ফিরেই পরিবার নিয়ে চলে গেছেন ভূমধ্য সাগরের দ্বীপ ইবিজাতে। ভূমধ্য সাগরে নিজের ইয়টে চড়ে বেড়াচ্ছেন তিনি। সঙ্গে আছে বান্ধবী আন্তোনেলা রুকুজ্জা এবং ছেলে থিয়াগো ও মাতেও। বোটে চড়ে সাগর চষে বেড়াচ্ছেন। কখনো স্কি করছেন থিয়াগোকে সঙ্গে নিয়ে। এভাবেই মেসি নিজেকে প্রস্তুত করছেন নতুন একটা মৌসুমের জন্য। কর ফাঁকির অভিযোগে মেসির ২১ মাসের কারাদণ্ড হয়েছে। যদিও তাকে জেলে থাকতে হচ্ছে না। তারপরও এটা মেসির জন্য বড় একটা আঘাতই। কোপা আমেরিকায় পরাজয়। সবমিলিয়ে নিজেকে প্রস্তুত করার জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর বিকল্প কী মেসির কাছে!

এই পাতার আরো খবর
up-arrow