শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

লর্ডসেই ফিরলেন মোহাম্মদ আমির

ক্রীড়া ডেস্ক

লর্ডসেই ফিরলেন মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির

যে মাঠে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার দায়ে ক্রিকেট থেকে পাঁচ বছর নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির, সেই লর্ডসেই আবার ফিরলেন পাক-তারকা। ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার অপরাধে জেলও খাটতে হয়েছিল আমিরকে। সে কারণেই লর্ডসে আমিরের ফেরাকে ইংলিশ দর্শকরা সহজভাবে নেননি। অনেক টুইটারে আমিরকে নিয়ে বিভিন্ন রকম নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ বলছেন, ‘আমির মাঠে নামার পর লর্ডস আবারও কলঙ্কিত হলো।’ কারও দাবি, ‘আমিরকে লর্ডসে খেলার অনুমতি দিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ডও একটা অন্যায় করে ফেলল।’ অনেকেই অনেকভাবে সমালোচনা করছেন। আর এসব সমালোচনায় যেন আমিরের স্বাভাবিক পারফরম্যান্সে ব্যাঘাত না ঘটে এজন্য আমিরকে সাহস দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি টুইটারে আমিরকে সমর্থন করে লিখেছেন, ‘ব্রিটিশ গণমাধ্যম আমিরকে চাপে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি জানি, আমির মানসিকভাবে অনেক শক্ত-সামর্থ্য।

আমার বিশ্বাস, সে টেস্টে খুব ভালোভাবেই আবার ফিরবে। পাকিস্তানের হয়ে সে অনেক অবদান রাখবে।’ এদিকে লর্ডসে আমিরের ফেরার টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ্-উল-হক। প্রথম দিনের প্রথম দুই সেশনে সুবিধা করতে পারেননি সফরকারীরা। ৭৭ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে ৩৮ রানে। ওপেনার সান মাসুদ মাত্র ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ দারুণভাবে শুরু করলেও ইনিংসকে লম্বা করতে পারেননি। ৫৯ বলে ৪০ রান করার পর তাকেও সাজঘরে ফিরতে হয়েছে। পাকিস্তানের প্রথম দুটি উইকেটই নিয়েছেন ওয়াকস। আজহার আলীর উইকেটটি নিয়েছেন নবাগত ইংলিশ ক্রিকেটার জেল বলস। দ্রুত তিন উইকেট হারিয়ে বিপাকেই পড়ে পাকিস্তান।

সর্বশেষ খবর