শনিবার, ১৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অলিম্পিকে থাকছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

অলিম্পিক খেলবেন বলে কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজনে অংশ নেননি নেইমার। অধিনায়ক ছাড়া ব্রাজিলিয়ানরা খুব একটা দূর যেতেও পারেনি। তবে অলিম্পিকে সোনা জয়ের জন্যই যেন এবার দল নির্ধারণ করেছে ব্রাজিলিয়ানরা। রিও অলিম্পিকে ফুটবলের সোনা তারা ঘরেই রেখে দিতে চায়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের শোকেসে কনফেডারেশন কাপ, কোপা আমেরিকার মতো বড় আসরের শিরোপা অলিম্পিক ফুটবলের সোনা এখনো যোগ হয়নি। এবার ঘরের মাঠে অনুষ্ঠেয় রিও অলিম্পিকে সেই আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় ব্রাজিলিয়ানরা। ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন বায়ার্ন মিউনিখের ডগলাস কস্তা। খেলতে পারবেন না শাখতার দোনেস্কের মিডফিল্ডার ফ্রেডও। ফলে ব্রাজিলের অলিম্পিক দলে দুটি পরিবর্তন এসেছে। ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে যুক্ত হয়েছেন দুই মিডফিল্ডার রেনাতো অগাস্টো ও ওয়ালেস। যা ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে জমা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কস্তার অভাব পূরণ করবেন চাইনিজ ক্লাব বেইজিং গুয়ানের হয়ে খেলা রেনাতো অগাস্টো। অন্যদিকে, শাখতার দোনেস্ক ২৩ বছর বয়সী ফ্রেডকে ছাড়তে রাজি না হওয়ায় তার জায়গায় খেলবেন ব্রাজিলিয়ান গ্রেমিওর ওয়ালেস। অলিম্পিক দলে ২৩ বছরের অধিক বয়সী তিনজন খেলোয়াড় রাখার সুযোগ রয়েছে। অধিনায়ক নেইমারের সঙ্গে ৩৭ বছর বয়সী পালমেইরাস গোলরক্ষক ফার্নান্দো প্রাসের সঙ্গী এখন ২৮ বছর বয়সী রেনাতো।

 

ব্রাজিল অলিম্পিক দল

গোলরক্ষক : ফার্নান্দো প্রাস ও উইলসন।

ডিফেন্ডার : মারকুইনিয়োস, ডগলাস সান্তোস, জেকা, উইলিয়ান, লুয়ান ও রদ্রিগো কায়ো।

মিডফিল্ডার : চিয়াগো মাইয়া, রেনাতো অগাস্টো, ফেলিপে অ্যান্ডারসন, রাফিনহা, রদ্রিগো দৌরাদো ও ওয়ালেস।

ফরোয়ার্ড : গাব্রিয়েল জেসুস, গাব্রিয়েল বারবোসা, লুয়ান ও  নেইমার।

সর্বশেষ খবর