রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ফুটসাল উৎসবে রোনালদিনহোরা

ক্রীড়া ডেস্ক

ফুটসাল উৎসবে রোনালদিনহোরা

‘ফুটসাল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ, এটা আমাকে বল নিয়ন্ত্রণ করতে, দ্রুত চিন্তা করতে, পাস দিতে এবং ড্রিবলিং করতে শিখিয়েছে। বাড়িয়েছে মনোযোগ। সন্দেহাতীতভাবেই ফুটসাল খুবই গুরুত্বপূর্ণ।’ কথাগুলো ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের। কথাগুলো প্রমাণ করতে লুইস ফিগোর নেতৃত্বে এবার মাঠে নেমেছেন রোনালদিনহো, হারনান ক্রেসপো, পল স্কলস আর রায়ান গিগসরা। ভারত আয়োজন করেছে ফুটসাল প্রিমিয়ার লিগ। প্রথমবারের মতো আয়োজিত এ লিগে অংশ নিয়েছে ছয়টা দল। কলকাতা ছাড়াও এ লিগে আছে বেঙ্গালুরু, চেন্নাই, গুয়া, কোচি এবং মুম্বাইয়ের দল। কলকাতাকে নেতৃত্ব দিচ্ছেন হারনান ক্রেসপো। মুম্বাইয়ের প্রধান তারকা রায়ান গিগস। কোচিতে খেলছেন স্প্যানিশ তারকা মাইকেল স্যালগাডো। গুয়াতে খেলছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। বেঙ্গালুরুতে পল স্কলস এবং চেন্নাইতে আছেন ফ্যালকাও।

চেন্নাই আর গুয়াতে গত ১৫ জুলাই থেকে শুরু হয়েছে ফুটসাল উৎসব। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে থাকছেন পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি।

সর্বশেষ খবর