রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসবাদের ছায়া রিও অলিম্পিকেও

ক্রীড়া ডেস্ক

দিন কয়েক পরই ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শোন অন আর্থ’ অলিম্পিক। ৫ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। ক্রীড়ামোদীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন এ ক্রীড়া উৎসবের। তবে আনন্দের পাশাপাশি সেখানেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্যারিসের মতো রিও অলিম্পিক চলাকালে পরিকল্পিত সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে ফ্রান্স। দেশটির নিরাপত্তা বাহিনীর দাবি ফরাসি অলিম্পিক দলের ওপর হামলা চালানোর একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন তারা। ঠিক এ ধরনের হামলা রিও অলিম্পিকেও ঘটতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। এ বিষয়ে ব্রাজিলের আইনমন্ত্রী আলেকজান্দ্রে মোরেস গত জুনে বলেছিলেন, রিওতে সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা রয়েছে। কিন্তু হামলা হবেই এটা নিশ্চিত নয়। ব্রাজিলের ইন্টেলিজেন্স এজেন্সি- ‘এবিআইএন’ জানিয়েছে, এ ব্যাপারে ফ্রান্সের কাছ থেকে তারা কোনো বার্তা পায়নি। এবারের অলিম্পিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন ১০ হাজারের অধিক অ্যাথলেট। এছাড়াও রিওতে আসবেন পৃথিবীর নানান দেশ থেকে হাজার হাজার সাংবাদিক আর কয়েক লাখ পর্যটক। অলিম্পিকের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ৮৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করবে বলে জানিয়েছে। যার মধ্যে থাকবে ৪৭ হাজার পুলিশ ও ৩৮ হাজার সেনা সদস্য।

সর্বশেষ খবর