সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জয়ে অভিষেক মরিনহোর

ক্রীড়া ডেস্ক

জয়ে অভিষেক মরিনহোর

দ্বিতীয়বারের মতো চেলসির দায়িত্ব নিয়ে তিনটা মৌসুম কাটালেও পর্তুগিজ কোচ হোসে মরিনহোর সফলতার পরিমাণ ছিল অনেক কম। এর ফল হলো, মরিনহোকে বরখাস্ত হতে হলো। তাই বলে তার মতো হাইপ্রোফাইল কোচের অবসর থাকার উপায় আছে! ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আহ্বান এল, স্যার আলেক্স ফার্গুসনের যোগ্য উত্তরসূরি হওয়ার। ফার্গুসন চলে যাওয়ার পর ডেভিড ময়েস আর লুই ফন গালের উপর দায়িত্ব দিয়ে আশাহত হয়েছে ম্যানইউ। তবে পর্তুগিজ এ কোচের উপর পূর্ণ আস্থা রাখছে তারা। নতুন একটা জেনারেশন গড়ে তোলার দায়িত্ব পড়েছে মরিনহোর কাঁধে। আর এই অভিযানের প্রথম পদক্ষেপেই সফল হোসে মরিনহো। মৌসুম শুরু হওয়ার আগে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মরিনহোকে সমর্থন দিতে উইগানের মাঠ ডিডব্লিউ স্টেডিয়ামে ৭ হাজার ম্যানইউ ভক্ত গ্যালারিতে উপস্থিত ছিল। ভক্তদের এমন সরব উপস্থিতিকে অভিনন্দিত করেছেন মরিনহোও। তিনি বলেছেন, ‘এটা সত্যিই দারুণ ব্যাপার। নিজেদের মাঠ থেকে এত দূরেও আমরা সমর্থকদের পাশে পাচ্ছি।’ মরিনহো পুরো মৌসুমেই এভাবে সমর্থন আশা করেন। দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ম্যানইউকে নতুন করে সাজিয়ে তুলছেন মরিনহো। ফন গালের ৪-১-৪-১ ফরমেট থেকে দলকে বের করে ৪-২-৩-১ ফরমেটে নিয়ে এসেছেন। এ ফরমেশনে মিডফিল্ড শক্তিশালী থাকায় ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই ধরনের ফুটবল খেলতেই সুবিধা হয়। প্রয়োজনের মুহূর্তে যে কোনো দিকে শক্তি বাড়ানো যায়। অবশ্য এই ফরমেটে চেলসিকে খেলাতে গিয়ে তেমন একটা ফল পাননি মরিনহো। দেখা যাক, ম্যানইউতে তিনি সফল হতে পারেন কি না। মৌসুম-পূর্ব প্রস্তুতি ম্যাচগুলোতে এ পর্তুগিজ কোচ দলে পাচ্ছেন না অধিনায়ক রুনিসহ অনেককেই। আন্তর্জাতিক ম্যাচ খেলেই বিশ্রামে  গেছেন রুনিরা। এর মধ্যে ম্যানইউর সামনে চীন সফর। মরিনহো চীন সফরে দলের প্রধান তারকাদের বিশ্রামেই রাখতে চান বলে জানিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ১৩ আগস্ট। এর মধ্যে দলকে প্রস্তুত করতে পারবেন তো মরিনহো! ম্যানইউ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারের নিচে থাকায় এবার আর চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না। সেক্ষেত্রে হোসে মরিনহোর সামনে এবার একমাত্র লক্ষ্য হবে ইংলিশ লিগ জয়। গার্ডিওলার সঙ্গে  মরিনহোর লড়াইটা এবার জমবে ভালোই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর