শিরোনাম
সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আতঙ্কিত বিশ্ব ক্রীড়াঙ্গন

ক্রীড়া প্রতিবেদক

যেভাবে সন্ত্রাসী হামলা চলছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ব। প্রায় প্রতিদিনই পৃথিবীর কোথাও না কোথাও সন্ত্রাসী হামলা চলছে। যতই দিন যাচ্ছে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। খেলাধুলাতেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর ক’দিন পর ব্রাজিলে বসবে দুনিয়া কাঁপানো অলিম্পিক গেমস। মাস খানেক ধরে এখানে হাজার হাজার ক্রীড়াবিদ ও দর্শকের সমাগম ঘটবে। একবার ছাড়া অলিম্পিকে বড় ধরনের হাঙ্গামার রেকর্ড নেই। কিন্তু এবার রিওতে কী ঘটে বলা মুশকিল। নিরাপত্তা নিয়ে ব্রাজিল সরকার আগে থেকেই সতর্ক। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। বাছাই করে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবককে সন্ত্রাসীদের রুখতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রয়োজনে ব্রাজিল বাইরের দেশগুলোর সহযোগিতা চাইতে পারে। এত গেল অলিম্পিক। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হবে দুনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবল। রাশিয়াতে সব বড় ধরনের ক্রীড়া উৎসব হলেও ফুটবল এবারই প্রথম। সময় আছে, তারপরও নিরাপত্তা নিয়ে ফিফা এখনই চিন্তিত।

সর্বশেষ খবর