বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

অবশেষে স্বপ্নের অলিম্পিকে মেজবাহ-শিরিন

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে স্বপ্নের অলিম্পিকে মেজবাহ-শিরিন

অলিম্পিকের মূল আকর্ষণ অ্যাথলেটিকসই। অথচ বাংলাদেশের অ্যাথলেটরা স্বপ্নের গেমসে যাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত রিও অলিম্পিকে দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও মানবী শিরিন আক্তার অলিম্পিকে অংশ নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিক্সস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. চেঙ্গিস। তিনি বলেন, আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। শেষ পর্যন্ত দুজনার ওয়াইন্ড কার্ড পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আশা করি ১ আগস্ট দুজন রিওতে যাচ্ছেন। অলিম্পিকে সুযোগ পেয়ে মেজবাহ ও শিরিন দারুণ খুশি। মেজবাহ বলেন, অলিম্পিক দুনিয়ার সেরা গেমস। এখানে পদক পাওয়ার সম্ভাবনা নেই। অভিজ্ঞতা অর্জন করাটাই আমাদের মূল লক্ষ্য। শিরিনও একই কথা বললেন। এবার অলিম্পিকে শুটার আব্দুল্লাহ হেল বাকি, সাঁতারে দুজন, আরচার শ্যামলী ও গলফার সিদ্দিকুর রহমান খেলোয়াড় হিসেবে যাচ্ছেন। কর্মকর্তার সংখ্যা কত তা এখনো জানা যায়নি।

সর্বশেষ খবর