Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ জুলাই, ২০১৬ ২৩:০৯
৪১ বছরের নারী অ্যাথলেট
ক্রীড়া ডেস্ক
৪১ বছরের নারী অ্যাথলেট

দীর্ঘ ২৪ বছর আগে বার্সেলোনা অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন উজবেক জিমন্যাস্ট ওকসানা চুসুভিটিনা। তখন তার বয়স ছিলো ১৭ বছর। দুই যুগ পরও একই উচ্চতা আর ওজন নিয়ে অলিম্পিকের লড়াইয়ে টিকে আছেন তিনি। অংশ নিয়েছেন ১৯৯২ সাল থেকে সবগুলো অলিম্পিকে। সপ্তম অলিম্পিকে অংশ নিতে যাওয়া এ জিমন্যাস্ট ভেঙ্গে দিচ্ছেন অতীতের রেকর্ড। সবচেয়ে বয়স্ক মহিলা অলিম্পিয়ান হতে যাচ্ছেন ওকসানা। ৪১ বছরের এ জিমন্যাস্ট মোট পাঁচটা টিমের হয়ে অলিম্পিকে অংশ নিয়েছেন। উজবেকিস্তান ছাড়াও জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের পতাকা গায়ে জড়িয়েছেন তিনি। অংশ নিয়েছেন অলিম্পিক ইউনিফাইড টিম এবং কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের হয়েও। এতদিন ধরে অংশ নিলেও পদক জেতা হয়নি   খুব একটা।

১৯৯২ সালের স্বর্ণ ছাড়া তার দখলে আছে ২০০৮ অলিম্পিকের একটা রূপার পদক। ওকাসানা এবার রিও অলিম্পিকে অংশ নিয়ে এক বিরল রেকর্ডই গড়তে যাচ্ছেন। তবে কেবল অংশ নেওয়াই নয়, তিনি পদক জয়েরও আশা করেন রিওতে। ওকসানা রিওতে এমনসব অ্যাথলেটদের মোকাবেলা করবেন যারা তার ছেলের বয়সী কিংবা তার চেয়েও ছোটো! অবশ্য নিজের ফিটনেস নিয়ে দারুণ সন্তুষ্ট ৪১ বছর বয়সী এ জিমন্যাস্ট। ৫ ফুট উচ্চতার এ উজবেক ৪৩ কেজি ওজনের একজন চমৎকার প্রতিযোগী হতে পারেন অলিম্পিকে। প্রতিপক্ষের জন্য ভয়ঙ্করও।

এই পাতার আরো খবর
up-arrow