বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

যাচ্ছেন রোনালদিনহো আসছেন কাফু

ক্রীড়া ডেস্ক

গত ম্যাচে পাঁচ গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। গোয়াকে তিনিই খাদ থেকে তুলে এনেছেন। ফুটসালের আসরে হলেও ভারতের মাটিতে নিজের পায়ের ঝলক দেখাতে শুরু করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। তবে ফুটসাল প্রিমিয়ার লিগে রাউন্ড রবিন পর্বের দ্বিতীয় ধাপে আর রোনালদিনহোকে পাচ্ছে না গোয়া। ভক্তরা বঞ্চিত হবেন রোনালদিনহো ম্যাজিক থেকে। দেশে ফিরে যাচ্ছেন তিনি। তবে এরই মধ্যে আরেক ব্রাজিলিয়ানের আগমন সংবাদ শোনা যাচ্ছে। রোনালদিনহোর বদলে গোয়া হয়ে খেলতে আসছেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু। কিন্তু কেন দেশে ফিরে যাচ্ছেন রোনালদিনহো? আসলে ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৬ প্যারা অলিম্পিকের অ্যাম্বাসাডর নির্বাচিত হয়েছেন রোনালদিনহো। এ কারণেই ফুটসালের আয়োজকদের থেকে দেশে ফেরার ছাড়পত্র চেয়েছিলেন রোনালদিহো। ফুটসাল উদ্যোক্তাদের থেকে সেই অনুমতি পাওয়া গেছে। আয়োজকদের তরফ থেকে বিবৃতি দিয়ে রোনালদিনহোর দেশে ফেরার খবর জানানো হয়েছে। রোনালদিনহোর বদলে ২০০২ বিশ্বকাপের বিশ্বজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু গোয়ার হয়ে খেলতে আসছেন। কিন্তু ফুটসালে নেমে ৪৬ বছর বয়সী কাফু ভারতীয় দর্শকদের মন জয় করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়। যদিও কাফু যাতে গোয়া দলের হয়ে খেলতে পারেন, সেজন্য ফুটসালের গোয়া পর্বের খেলাগুলো কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর