Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২০ জুলাই, ২০১৬ ২৩:৩৫
ফের আর্জেন্টিনায় ম্যারাডোনা!
ক্রীড়া ডেস্ক
ফের আর্জেন্টিনায় ম্যারাডোনা!
ফুটবল মাঠে ম্যারাডোনা-মেসির এমন ছবি দেখা যেতে পারে —ফাইল ফটো

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। বেশ কয়েকজন তারকা ফুটবলার মেসিকেই অনুসরণ করেছেন।

ফুটবলারদের বিদায়ের পর জাতীয় দল ছেড়ে গেছেন কোচ জেরার্ডো মার্টিনোও। সেই থেকে আর্জেন্টাইন ফুটবল কোচ শূন্য। খোঁজাখুঁজি চললেও এখনো চূড়ান্ত হয়নি কারও নাম। দিয়েগো সিমিওনের কাছে ধরনা দিলেও তিনি আর্জেন্টিনার কোচ হতে তেমন একটা আগ্রহী নন। তবে দলের দুঃসময়ে পাশে দাঁড়াতে চান দিয়েগো ম্যারাডোনা। এমনকি বিনা বেতনে তিনি এই দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হলেও কোচ হিসেবে ম্যারাডোনাকে ব্যর্থই বলা যায়। কোচ হওয়ার পর প্রশংসার চেয়ে সমালোচিত হয়েছেন বেশি। আর্জেন্টিনার হয়ে দুই বছর ছিলেন কোচের দায়িত্বে। ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছিল মেসিরা। পরে দেশে ফিরে নিজ পদ থেকে সরে দাঁড়ান ম্যারাডোনা। এরপর দুবাইয়ের আল ওয়াসলের কোচ হয়েছিলেন। তবে সেখানেও ব্যর্থ তিনি। ব্যর্থতা পিছু না ছাড়লেও কোচ হিসেবে আবারও দায়িত্ব পেতে আগ্রহী ম্যারাডোনা। আবারও আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি। এমনকি এ জন্য কোনো বেতনও নিতে চান না ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা বলেন, ‘দিয়েগো সিমিওনে অর্থনৈতিক কারণে এ দায়িত্ব নিতে চান না। কিন্তু টাকাটা আমার জন্য কোনো বড় ব্যাপার নয়। প্রয়োজনে আমি বিনা বেতনে সেটা করতে রাজি। ’ দিয়েগো ম্যারাডোনার প্রস্তাবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন রাজি হয় কি না তাই এখন দেখার বিষয়।

up-arrow