বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সেরা সাতারুর খোঁজে

বেলাল রিজভী,মাদারীপুর

বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে মাদারীপুর সদর উপজেলা পরিষদ চত্বর পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাঁতারু অন্বেষণ প্রতিযেগিতা।

গতকাল বাছাইপর্ব প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এর বাছাইপর্বে জেলার ৪ উপজেলা থেকে ৮৪ জন সাতারু অংশ নেয়। এর মধ্যে ১ম ও ২য় স্থানকারী হয় মোট ছেলে ও মেয়ে ১৮ জন। এদেরকে প্রাথমিক অবস্থায় ১ হাজার টাকা, একটি সনদপত্র ও একটি টি-সার্ট পুরস্কার প্রদান করা হয়। এই ১৮ জনসহ  সারা দেশের ৬৪টি জেলা থেকে বাছাইপর্ব শেষে ১ হাজার সাঁতারুকে বাছাই করে ঢাকায় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সুইমিং ফেডারেশনের সভাপতি কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, লে. কমান্ডার এম নাহিদ, মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, উপজেলা পরিষদের  চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভা মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর