বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে মাহির আরেক সাফল্য

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রে মাহির আরেক সাফল্য

যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশের পতাকা উড়ালেন বাংলাদেশের তারকা অ্যামেচার গলফার আফনান মাহমুদ মাহি। কয়েক দিন আগেই ফ্লোরিডা জুনিয়র ওপেনে রানারআপ হয়েছিল। এবার হ্যারিকেন জুনিয়র ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন মাহি। ফ্লোরিডার সেন্ট জোনস ক্লাবের গলফ কোর্সে পারের চেয়ে মোট ৫ শট বেশি খেলেও শিরোপা জিতেছেন তিনি। প্রথম রাউন্ডে খেলেছেন পারের সমান শট। দ্বিতীয় রাউন্ডের ১৬ হোল পর্যন্ত পারের সমান শট খেলেছেন। কিন্তু শেষ দুই হোলেই ঘটে যায় বিপত্তি। ১৭তম হোলে বগি এবং শেষ হোলে পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন। তারপরেও শিরোপা জিতেছেন।

শেষ হোলে শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ শট নেওয়ার সময় স্ট্রিক ঘুরে যায়। যে কারণে বল উল্টো দিকে চলে গিয়েছিল। আর সেটা কাভার করতেই চার শট বেশি খেলতে হয়েছে। তারপরেও অন্য গলফাররা খারাপ করায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন মাহি। এই টুর্নামেন্টে শিরোপা জেতায় যুক্তরাষ্ট্রের জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

মাহি টম বার্নেট একাডেমিতে ৪৫ দিনের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আর প্রশিক্ষণের ফাঁকে ফাঁকেই তিনি বিভিন্ন টুর্নামেন্টে  অংশ নিচ্ছেন।

সর্বশেষ খবর