শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

হাইপারফরম্যান্স দলের স্পিন কোচ রফিক

ক্রীড়া প্রতিবেদক

হাইপারফরম্যান্স দলের স্পিন কোচ রফিক

জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গেই চলছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের ক্যাম্প। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলছে স্থানীয়দের দিয়ে। এইচপির ক্যাম্পও চলছে। গতকাল এইচপি স্কোয়াডের ২৩ ব্যাটসম্যান, ১৬ জন পেসার, ১২ জন স্পিনার ও ৪ জন উইকেটরক্ষকের নাম ঘোষণা করেছে বিসিবি। স্পিনারদের দেখভালের জন্য নিয়োগ দিচ্ছে দেশের ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে। তিনি কাজ করবেন আরেক স্পিনার ওয়াহিদুল গণির সঙ্গে। বোলিং কোচ হিসেবে রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান বাবুল।

২০০৮ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন। কিন্তু বিসিবির সঙ্গে সম্পৃক্ততা এই প্রথম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রফিকের। ওয়ানডে ক্রিকেটে উইকেট ১১৯ এবং টেস্টে ১০০টি। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এইচপি স্কোয়াডে নিয়োগ দেওয়া হয়েছে। রফিকের অন্তর্ভুক্তি নিয়ে বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির ন্যাশনাল ম্যানেজার ও এইচপির দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘রফিক এইচপিতে স্পিন কনসালটেন্ট হিসেবে কাজ করবেন। এইচপিতে আগেই ছিলেন ওয়াহিদুল হক গণি। এখন তার সঙ্গে রফিকও এইচপির ক্যাম্পে থাকবেন শেষ পর্যন্ত।’

সর্বশেষ খবর