Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৩ জুলাই, ২০১৬ ০০:০৬
ব্রাডম্যানের পাশে অ্যালিয়েস্টার কুক
ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টার টেস্ট শুরু করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে পাশে রেখে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে টপকে গেছেন ক্লার্ককে এবং নাম লিখেছেন লিজেন্ডারি ক্রিকেটার স্যার ডন ব্রাডম্যানের পাশে। ১৩১ টেস্ট ক্যারিয়ারে ইংলিশ অধিনায়কের এটা ২৯ নম্বর সেঞ্চুরি এবং ব্রাডম্যান করেছিলেন মাত্র ৫২ টেস্টে। সবচেয়ে বেশি ৫১ সেঞ্চুরির মালিক ভারতের শচীন টেন্ডুলকার। কুক শুধু ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকই নন (১০,৩৭০), সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার। ২৩ সেঞ্চুরি করে পেছনে রয়েছেন কেভিন পিটারসেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৫৩। কুক ১০৫ এবং জো রুট ব্যাট করছিলেন ১০৮ রানে।

up-arrow