সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কাঁধের ইনজুরিতে মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

কাঁধের ইনজুরিতে মুস্তাফিজ

ম্যাচ শুরুর এক ঘণ্টা আগেও ১৩ সদস্যের স্কোয়াডে নাম ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু শুরুর আগে জানা গেল কাঁধের ইনজুরির জন্য খেলতে পারছেন না। সতর্কতার জন্য গ্লুষ্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মুস্তাফিজকে খেলাচ্ছে না সাসেক্স। না খেললেও সাসেক্সের ফিজিও জানিয়েছেন, ইনজুরি মারাত্মক নয়। অনেকদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন মুস্তাফিজ। আইপিএল খেলার সময় ইনজুরিটা চাড়া দিয়ে উঠেছিল। এরপর দেশে ফিরে ফিজিওর তত্বাবধানে ছিলেন। এজন্যই ইংল্যান্ডে যেতে দেরি হচ্ছিল মুস্তাফিজের। এরপর সুস্থ হয়ে ২০ জুলাই ইংল্যান্ড উড়ে যান। কাউন্টি ক্রিকেটে সাসেক্সের পক্ষে অভিষেক ম্যাচেই বাজিমাত করেন। এসেক্সকে হারাতে দুর্দান্ত বোলিং করেন। কাউন্টিতে অভিষেক ম্যাচে ৪ ওভারে ডট নেন ১৫টি। রান দেন ২৩ এবং উইকেট নেন ৪টি। মুস্তাফিজের ইনজুরির দিকে নজর রাখছে বিসিবি। গতকাল বিসিবি পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস জানান বিসিবির নজর রাখার কথা, ‘আমরা নজর রাখছি মুস্তাফিজের দিকে। আমাদের ফিজিও এরই মধ্যে যোগাযোগ করেছে তার সঙ্গে।

সর্বশেষ খবর