সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি

ক্রীড়া প্রতিবেদক

পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি

মাহমুদুল্লাহ রিয়াদ

সাফল্য পেতে পরিশ্রম করতেই হবে। পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম করলেই সাফল্য ধরা দিবে সোনালি হাতে। বাংলাদেশ ক্রিকেটের খুবই পরিচিত শব্দ ‘পরিশ্রম’। গত দেড় বছর কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন মিডিয়ার মুখোমুখিতে সাফল্য পেতে জুনিয়রদের কঠোর পরিশ্রম করতে বললেন দলের অন্যতম সেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ব্যক্তিগতভাবে মাহমুদুল্লাহ তাকিয়ে আছেন ইংল্যান্ড সিরিজের দিকে। তার বিশ্বাস ইংল্যান্ড আসবে।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বেশ অনেকদিন আগেই শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্প পরিচালনা করছেন দেশের ট্রেনাররা। বিদেশিরা এখনো আসেননি। আগস্টের প্রথম সপ্তাহে চলে আসবেন সবাই। স্থানীয় ট্রেনারদের সহায়তা করছেন সিনিয়র ক্রিকেটাররা। তারা মানসিকভাবে উজ্জীবিত করছেন জুনিয়র ক্রিকেটারদের। মাহমুদুল্লাহ বলেছেন, তারা নিজেদের কথা বলে উদ্দীপ্ত করছেন জুনিয়রদের, ‘ক্যাম্পে তরুণ ক্রিকেটারদের সংখ্যা অনেক। ক্যাম্প শুরুর আগে আমরা আলোচনা করেছিলাম গত ২-৩ বছরে আমরা যেভাবে এগিয়েছি, যেভাবে আমাদের মন মানসিকতায় পরিবর্তন এসেছে, সেটা অন্যদের জানিয়ে দেওয়া। সেটাই জানিয়েছি জুনিয়র ক্রিকেটারদের।’ সঙ্গে পরিশ্রমের বিকল্প নেই সাফল্য পেতে-এটা জানাতেও ভুলেননি সিনিয়ররা, বলেন মাহমুদুল্লাহ, ‘সিনিয়র-জুনিয়র সবাই মিলে একসঙ্গে কাজ করছি। সাফল্য পেতে পরিশ্রমের বিকল্প নেই। কষ্ট করলেই ফল পাবে। আমার বিশ্বাস সবাই ক্যাম্পটিকে কাজে লাগাবেন।’

হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় ইংল্যান্ডের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছে। অনিশ্চিত হলেও ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতো মাহমুদুল্লাহ আশাবাদী সিরিজ নিয়ে, ‘আমরা সবাই মুখিয়ে আছি ইংল্যান্ড সিরিজের জন্য। আশা করি, খুব ভালোভাবেই সিরিজটি হবে। দলের সবাই কঠোর পরিশ্রম করছে। মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে সবাই।’

সর্বশেষ খবর