Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৪ জুলাই, ২০১৬ ২৩:২৭
গার্ডিওলা-মরিনহো লড়াই
ক্রীড়া ডেস্ক
গার্ডিওলা-মরিনহো লড়াই
গার্ডিওলা - মরিনহো

বার্সেলোনার কোচ হিসেবে পেপ গার্ডিওলা এবং রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে হোসে মরিনহো বহুবার পরস্পরের মুখোমুখি হয়েছেন। লা লিগার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগেও দুজন বিশ্ব সেরা কোচের লড়াই দেখতে পাবে ফুটবলভক্তরা। পেপ গার্ডিওলার নতুন ঠিকানা ম্যানচেস্টার সিটি আর হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বি এবার জমবে ভালোই। মৌসুম শুরু হতে আরও বেশ কয়েকদিন বাকি থাকলেও ম্যানচেস্টার ডার্বিতে দুই কোচের প্রথম দেখা হচ্ছে আজই। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি-ম্যানইউ। এই নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও শান্ত থাকছেন দুই কোচ। পেপ গার্ডিওলা বলেন, ‘আমরা দুজনেই খুব শান্ত মানুষ। তাই নয় কী! আমরা কেনো পরস্পরের সঙ্গে হাত মেলাবো না! এমন কোনো কারণই নেই। সে (মরিনহো) জিততে চায়, আমি চাই। এছাড়া তো আর কিছু নয়।’ আজকের ম্যাচটাকে আক্ষরিক অর্থেই একটা প্রীতি ম্যাচ হিসেবে বর্ণনা করেছে গার্ডিওলা। এমনকি প্রতিপক্ষের প্রসংশাও করেছেন তিনি। গার্ডিওলার মতে, ম্যানইউ এবার শক্তিশালী দলই গঠন করতে চলেছে। পেপ গার্ডিওলা এবং হোসে মরিনহো দুজনেই নিজেদের গত ম্যাচে হেরেছেন প্রতিপক্ষের কাছে। গার্ডিওলা হেরেছেন বায়ার্ন মিউনিখের কাছে, মরিনহো হেরেছেন বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে। দেখা যাক, দুজনের লড়াইয়ে এবার কে বিজয়ী হন!

এই পাতার আরো খবর
up-arrow