সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

ভোলা প্রতিনিধি

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

ভোলায় ‘সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা পর্যায়ে সাঁতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলা সরকারি কলেজের পুকুরে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে নৌবাহিনীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ১১ থেকে ১৮ বছর বয়সের ৯৭ জন ছেলে ও মেয়ে  অংশ নিয়েছে। এর মধ্য থেকে ৯ জন ছেলে ও ১ জন মেয়েসহ মোট ১০ জনকে জেলা পর্যায় থেকে বাছাই করা হয়।

বাছাইকৃত বিজয়ী সাঁতারুরা হচ্ছে সুমাইয়া, ইব্রাহিম, রাসেল, বিল্লাল, রিয়াদ, জিহাদ, রাকিব, নয়ন, রাহাত ও সোয়েব।

প্রতিযোগিতা শেষে ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফয়সলের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন। সারাদেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সাঁতার ফেডারেশন আশা করছে, এ থেকে দেশে মেধাবী সাঁতারু বের হয়ে আসবে। মেধাবী সাঁতারুর কোনো সংকট থাকবে না।

সর্বশেষ খবর