সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

দুই আবাহনীর মুখোমুখি

চট্টগ্রাম প্রতিনিধি

পেশাদার ফুটবল লিগে আজ দুই আবাহনীর গুরুত্বপূর্ণ লড়াই। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে। গত আট লিগে এই দুই দলের লড়াইয়ে তেমন গুরুত্ব ছিল না। কেননা চট্টগ্রাম আবাহনী কখনো তারকা ফুটবলারদের নিয়ে দল গড়েনি। এবারই তারা বিগ বাজেটে তারকাদের নিয়ে দল গড়েছে। মৌসুমে প্রথম ট্রফি স্বাধীনতা কাপ জয় করেছে ফাইনালে ঢাকা আবাহনীকে হারিয়েছে। অন্যদিকে ফেডারেশন কাপে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগকে হারিয়ে। মৌসুমে প্রথম দুই ট্রফি জেতা দল লিগের সূচনা ম্যাচে খেলছে। চট্টগ্রামের দর্শকরা হাই ভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে। কে জিতবে আজকের ম্যাচে? তারকার বিচারে চট্টগ্রাম আবাহনীকেই ফেবারিট বলা যায়। এমন টেনশনপূর্ণ ম্যাচে ফেবারিটের কোনো গুরুত্ব নেই। যারা গোলের সুযোগ কাজে লাগাবে তারাই জিতবে। বিকালে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান মুখোমুখি হবে রহমতগঞ্জের বিপক্ষে। বিকাল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে। বিস্ময় হলেও সত্যি যে এখন পর্যন্ত মোহামেডান পেশাদার লিগে শিরোপার মুখ দেখেনি। গত লিগে তৃতীয় স্থান দখল করেছিল। এবার ফেডারেশন কাপে দুই দলের লড়াই ২-২ গোলে ড্র ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর