শিরোনাম
মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

কোহলি নয় অশ্বিনই সেরা

ক্রীড়া ডেস্ক

রেকর্ডময় ডাবল সেঞ্চুরির পর মনে হচ্ছিল অ্যান্টিগুয়া টেস্টটি কোহলির হয়ে যাচ্ছে। কিন্তু না। এটি অশ্বিনের টেস্ট। ম্যাচসেরা হয়েছেন এই তারকা অলরাউন্ডার। ভিভ রিচার্ডস স্টেডিয়ামের কঠিন উইকেটে প্রথম ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছেন সাত সাতটি উইকেট। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে যেন ম্লান করে দিয়েছেন কোহলির ডাবল সেঞ্চুরিকে। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

কোহলির ডাবল সেঞ্চুরি ও অশ্বিনের অলরাউন্ড পারফরম্যান্সে ভারত জিতেছে ইনিংস ও ৯২ রানে। এশিয়ার বাইরে বিদেশের মাটিতে ভারতের সবচেয়ে বড় জয় এটি। ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে তাদের ঘরের মাঠে নাস্তানাবুদ করা তো আর চাট্টিখানি কথা নয়। ম্যাচ সেরার পুরস্কার হাতে অশ্বিন বলেন, ‘খুবই ভালো লাগছে। এটা অনেক বড় অর্জন। অনেক দিন পর ছন্দে ফিরতে পারায় আমি খুশি।’

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘এই উইকেটে রান করা খুবই কঠিন ছিল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের বিরুদ্ধে। তবে এমন উইকেটে জিততে হলে দ্রুত রান তুলতে হবে। আমরা সে কাজটি করতে পেরেছি। শেখর ধাওয়ান দারুণ ব্যাটিং করেছেন। আর লোয়ার অর্ডারে অশ্বিন যেভাবে খেলেছেন সেটা ছিল অসাধারণ। আর বোলিংয়ে তো রীতিমতো চমক দেখিয়েছে।’

বিশাল এই জয়ে কোচ হিসেবে অনিল কুম্বলের অভিষেকটা হলো দুর্দান্ত। অশ্বিন তো কুম্বলের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘কুম্বলে ভাই, আমাকে নানাভাবে সহযোগিতা করছেন। শেষের দিন আমাকে দীর্ঘ স্পেল করতে হয়েছে। তবে নিজেকে ফিরে পাওয়ায় দারুণ লাগছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর