মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

নিষিদ্ধ রানা, মেরিনার্সের জরিমানা ৫ লাখ

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার হকি লিগে নতুন চ্যাম্পিয়ন হয়েছে মেরিনার্স ক্লাব। যোগ্যতার দল হিসেবেই তারা ট্রফি ঘরে তুলেছে। কিন্তু এত বড় সাফল্য পাওয়ার পরও স্বস্তিতে নেই ক্লাবটি। গতকাল হকি ফেডারেশনের গভর্নিং বডির সভায় মেরিনার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানাকে এক মৌসুম নিষিদ্ধ করা হয়েছে এবং ক্লাবকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা। ম্যাচে ৩-২ গোলে ঊষা ক্রীড়াচক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেরিনার্স। এক পর্যায়ে তারা ০-২ গোলে পিছিয়ে ছিল। এ সময় অ্যাম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ক্লাবের কিছু উচ্ছৃঙ্খল দর্শক ফেডারেশনে ব্যাপক ভাঙচুর করে। এতে একজন খেলোয়াড় আহত হয়। ফেডারেশন সূত্রেই জানা যায় এই সময় রানা ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। না করার পরও ভাঙচুর থামানো যায়নি।

 

সর্বশেষ খবর