মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আকিব জাভেদ আসছেন বৃহস্পতিবার

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি তাকে চেয়েছিল মাশরাফি-মুস্তাফিজদের গুরু বানাতে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হওয়ার প্রস্তাবও দিয়েছিল আকিব জাভেদকে। আলোচনা করে দুই পক্ষই অনেকদূর এগিয়েছিল। চুক্তি যখন সময়ের অপেক্ষা মাত্র, তখনই পারিবারিক কারণ দেখিয়ে টাইগারদের বোলিং কোচ হতে অনাগ্রহ প্রকাশ করেন। কিন্তু বিসিবি তাকে ছাড়তে রাজি হয়নি। তাই হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের বোলিং কোচ হিসেবে চেয়েছে এবং খণ্ডকালীন সময়ের জন্য দায়িত্ব নিতে হবে বলে রাজি হয়েছেন ১৯৯২ সালের পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য আকিব জাভেদ। ২৮ জুলাই বৃহস্পতিবার এক সপ্তাহের জন্য ঢাকায় পা রাখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার। এইচপির ক্যাম্প চলছে। তাদের কোচিং করানোর জন্য বিসিবি বোলিং কোচ ছাড়াও স্পিন কোচ, উইকেটরক্ষক কোচ ও ব্যাটিং কোচ আনছে। আকিব জাভেদের পর ভারত থেকে একজন স্পিন কোচ আসছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহে।

টাইগারদের মূল বোলিং কোচ আসবেন আগস্টে। বোলিং কোচ হওয়ার তালিকায় সবার আগে রয়েছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। এরপর ভারতের ভেঙ্কটেশ প্রসাদ, ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালস এবং নিউজিল্যান্ডের শেন বন্ড। বিসিবি এক সময় চেয়েছিল ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া থেকে। কিন্তু নানা কারণে আগের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে। 

সর্বশেষ খবর