বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মুস্তাফিজের সাসেক্স অধ্যায় শেষ!

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজের সাসেক্স অধ্যায় শেষ!

শেষ হয়ে গেল মুস্তাফিজুর রহমানের সাসেক্স অধ্যায়। চলতি মৌসুমে ইংলিশ কাউন্টি ক্লাবের হয়ে খেলার আর কোনো সম্ভাবনা নেই কাটার মাস্টারের। এমআরআই রিপোর্টে মুস্তাফিজের কাঁধে ইনজুরি ধরা পড়েছে। তবে ইনজুরি কতটা গুরুতর তা জানানোর জন্য আরেকটি এমআরআই করানো হবে। সেই রিপোর্টের ওপর নির্ভর করেই মুস্তাফিজের চিকিৎসা কীভাবে চালানো হবে। 

গতকাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে বিসিবি মিডিয়া-কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘পরের ম্যাচগুলো মুস্তাফিজের সাসেক্সে খেলার আর কোনো সুযোগ নেই। এই অবস্থাতে সে খেলতে পারবে না।’ তিনি বলেন, ‘মুস্তাফিজের বিষয়ে কোনো ঝুঁকি নেবে না বাংলাদেশ। ইনজুরি ধরা পড়ার পরই ওখানের ডাক্তার বলে দিয়েছে মুস্তাফিজের না খেলানোই উচিত। আমরাও এখান থেকে বলে দিয়েছি, যাতে মুস্তাফিজকে আর খেলানো না হয়। তবে এ ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইনজেকশন নিয়েও অনেকে খেলা চালিয়ে যেতে পারে বলে জানিয়েছেন ডাক্তার। কিন্তু আমরা চাইনি সে খেলুক।’

 

কাটার মাস্টারের ইনজুরি সম্পর্কে তিনি বলেন, ‘মুস্তাফিজের একটা এমআরআই করা হয়েছে। সমস্যা ধরা পড়েছে। তবে সমস্যাটা কতটুকু সেটা নিশ্চিত হওয়ার জন্য, ইনজুরি কি অবস্থায় রয়েছে দেখার জন্য আরও একটা এমআরআই করা হবে। কাঁধে তো সমস্যা আছে এখন দেখতে হবে সেটা শুধু ওষুধ দিয়েই সারানো যাবে, নাকি অস্ত্রোপচার করতে হবে। এজন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা ইংল্যান্ডের ডাক্তারের কাছে জানতে চাইবো। ওই ডাক্তারের রিপোর্ট আমাদের বিসিবির ডাক্তার ও ফিজিও দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে মুস্তাফিজের পরবর্তী কি চিকিৎসা হবে।’

সাসেক্সের হয়ে আর মাঠে না নামলেও ইংল্যান্ডে রেখেই মুস্তাফিজের চিকিৎসা করাবে বিসিবি। তবে সাসেক্স যদি চিকিৎসার ব্যয় বহন না করে সেক্ষেত্রে বিসিবি থেকেই দেশসেরা পেসারের চিকিৎসার খরচ দেওয়া হবে। জালাল ইউনুস বলেন, ‘আপাতত ওখানে চিকিৎসা চলছে। তবে ক্রিকেট বোর্ড থেকে যদি কোনো খরচ দিতে হয় তা আমরা দেব। আর চুক্তিতে যদি থাকে সাসেক্স মেডিক্যাল খরচ বহন করবে তাহলে কথাই নেই।’

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে মুস্তাফিজের খেলা হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা! কেন না সমস্যা তো মুস্তাফিজের ধরা পড়েছেই। এখন পরের এমআরআই রিপোর্টে যদি দেখা যায় সমস্যা গুরুতর সেক্ষেত্রে অস্ত্রোপচারের বিকল্প নেই। আর যদি অস্ত্রোপচার করতেই হয় তবে এখনই করাবে বিসিবি। তাহলে ইংল্যান্ড সফর মিস হয়ে যাবে কাটার মাস্টারের। জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজ আমাদের সেরা বোলার। যদি তার অস্ত্রোপচার করতেই হয়, আমরা চাইবো এখনই করে নিতে। কেননা এখন অপারেশন করে ছয় মাস বিশ্রামের পর দীর্ঘ সময়ের জন্য মুস্তাফিজের সার্ভিস পাওয়াই ভালো নাকি সেটা ভাবতে হবে। কেন না পরে করলে হয়তো দেখা যাবে, এই সিরিজ খেললো কিন্তু বার বার সমস্যা হচ্ছে।’

তবে মুস্তাফিজের ব্যাপারে কী আর একটু সাবধান হতে পারতো না বিসিবি? ইনজুরি নিয়ে আইপিএল থেকে ফেরার পর তাকে ইংল্যান্ড পাঠানো কি খুবই জরুরি ছিল! অবশ্য কাটার মাস্টারকে ইংল্যান্ডে পাঠানো হবে কিনা তা নিয়ে একটা ঠাণ্ডা যুদ্ধই যেন চলছিল বিসিবিতে। পক্ষে-বিপক্ষে মত ছিল। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কাটার মাস্টারকে ইংল্যান্ডে পাঠানোর পক্ষে ছিলেন না! কিন্তু বিসিবির পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে মুস্তাফিজের কাউন্টি না খেলানোটা ‘প্রেস্টিজ ইস্যু’ মনে হয়েছে! তার যুক্তি ছিল যেহেতু মুস্তাফিজ সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ, তাই সে খেলতে না গেলে হয়তো পরবর্তীতে বাংলাদেশের কাউকে নাও নিতে পারে। তা ছাড়া সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে যদি দেশের সেরা বোলার ইংলিশ কন্ডিশনটা পরখ করে দেখতে পারে তাতে ক্ষতি কি, বরং লাভ! আর বেশি লাভ দেখতে গিয়েই কি ‘আনফিট-মুস্তাফিজ’কে ইংল্যান্ডে পাঠানো হয়েছে? এ প্রশ্ন উঠা অস্বাভাবিক নয়! তবে এটা ঠিক, যে হাঁসের সামর্থ্যই দিনে একটি সোনার ডিম দেওয়া, একসঙ্গে বেশি ডিমের আশায় সেই হাঁসের পেট কাটলে অবশ্যই পস্তাতে হয়!

সর্বশেষ খবর